বলিউডের ভাইজান সালমান খানের (Salman Khan) বহু প্রতীক্ষিত ছবি ‘রাধে (Radhe)’। ইতিমধ্যেই ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে ছবিটি। অ্যাকশন রোমান্সে ভরপুর রাধে ছবিতে সালমান খানের বিপরীতে দেখা যাবে বলিউডের নায়িকা দিশা পাটানিকে (Disha Patani)। রাধে ছবির রিলিজের আগে ট্রেলার প্রকাশ্যে আসতেই দেখা গিয়েছিল টাব্যু ভেঙে ফেলেছিলেন ভাইজান। বলিউডের ব্যাচেলার ভাইজান ৩২ বছরে প্রথমবার অন স্ক্রিনে চুমু খেয়েছিলেন। এই দৃশ্য দেখার পর রীতিমত চমকে গিয়েছিলেন সকলে।
অনেকেই ভেবেছিলেন হয়তো দীর্ঘদিনের প্রতিজ্ঞা ভেঙে ফেলেছেন সালমান খান। তবে আসল ঘটনাটা ছিল অন্যরকম। আসলে দিশা পানির মুখে সেলোটেপ লাগিয়ে চুমু খেয়েছিলেন সালমান। অর্থাৎ ক্যামেরার সামনে চুমু খেলেও আদতে কিন্তু নো চুমু!
কিন্তু রিলিজের পর দর্শকদের এন্টারটেইন করতে একেবারেই ব্যর্থ এই ছবি। প্রতীক্ষিত এই ছবিটি আসলে সালমান খানের ‘ওয়ান্টেড’ ছবিটি সিক্যুয়াল হিসাবে রিলিজ হয়েছে বলে বলা হচ্ছিলো। আর ছবির পুরো নাম ‘রাধে : দ্যা মোস্ট ওয়ান্টেড’। তবে যতটা আশা করা হয়েছিল তার নাকি কিছুই নেই ছবিতে। ছবি দেখে এমনই মন্তব্য দর্শক থেকে শুরু করে সমালোচকদের।
ইতিমধ্যেই কমল রাশিদ খান (KRK) নামের এই ফিল্ম সমালোচক নিজের মন্তব্য জানিয়েছেন ছবিটি দেখে। যদিও আদতে কেউ তাকে সমালোচক বলে মানেন না তিনি নিজেই নিজেকে এই তকমা দিয়েছেন। তিনি দুবাইয়ের এক সিনেমা হলে এই ছবিটি দেখেছেন। ছবি দেখার মাঝেই তিনি একটি ভিডিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়াতে। যেখানে তিনি বলেন, ‘রাধে দেখে মাথা ঘুরছে, কান্না পাচ্ছে। কি দেখছি কিছুই বুঝতে পারছি না। এমনকি বাকি সিনেমা দেখার সাহস পর্যন্ত হচ্ছে না। মনে হচ্ছে অসুস্থ হয়ে পড়েছি, ওষুধ খেতে হবে’।
https://youtu.be/wK5g3cVRq4I
অন্সিনেমা রিভিউ ওয়েবসাইট IMDBতেও মাত্র ২.১ স্কোর করতে পেরেছে সালমান খানের এই ছবিটি। পাশাপাশি সুশান্ত সিং রাজপুতের ভক্তরা সোশ্যাল মিডিয়াতে ফের সালমান খান ও তার ছবিকে বয়কটের দাবি তুলেছেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে বয়কটরাধে হ্যাশট্যাগ ট্রেন্ডিং হতে শুরু করে দিয়েছে।