• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সত্যিই শেষ ‘বাদশাহ’! সলমন-আমির তো বটেই জনপ্রিয়তায় শাহরুখ খানকে হারালেন KRK, হতবাক নেটপাড়া

বলিউড তারকাদের একহাত নিতে কোনোদিনই ভয় পান না জনপ্রিয় চলচ্চিত্র সমালোচক কেআরকে (KRK)। অতীতে একাধিকবার বলিপাড়ার একাধিক তারকাকে (Bollywood stars) নিয়ে নানান বিতর্কিত টুইট করেছেন তিনি। কয়েকদিন আগে পর্যন্তও আমির খানের ‘লাল সিং চাড্ডা’কে নিয়ে একাধিক নেতিবাচক মন্তব্য করছিলেন কেআরকে। তবে এবার আমির থেকে সরে গিয়ে শাহরুখ খানকে (Shah Rukh Khan) নিশানা করা শুরু করে বলিউডের এই বিতর্কিত সমালোচক।

‘রকেট্রি’ এবং ‘লাল সিং চাড্ডা’র ক্যামিও বাদ দিলে দীর্ঘ ৪ বছর পর বড় পর্দায় কামব্যাক করতে চলেছেন ‘বাদশা’ শাহরুখ। তাঁর হাতে এই মুহূর্তে রয়েছে ‘পাঠান, ‘জওয়ান’ এবং ‘ডানকি’। তবে কেআরকে’র মতে, এই তিন ছবিই বক্স অফিসে মুখ থুবড়ে পড়তে চলেছে। সেই সঙ্গেই নাকি শেষ হতে চলেছে শাহরুখের কেরিয়ার।

   

Shah Rukh Khan sad

তবে এত অবধি ‘কিং খান’ অনুরাগীরা তাও মেনে নিয়েছিলেন। কিন্তু এবার কেআরকে যা করেছেন তা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের একাংশের। সম্প্রতি টুইটারে একটি পোল করে বিতর্কিত চলচ্চিত্র সমালোচক জিজ্ঞেস করেছিলেন তিনি বড় সুপারস্টার নাকি শাহরুখ!

KRK

প্রথমে ‘বাদশা’ অনুরাগীরা বিষয়টিকে তাচ্ছিল্য করলেও, ফলাফল দেখে তাঁরাও নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছেন না। এমন ফলাফল কীভাবে সম্ভব হল, এখন এই একটি প্রশ্নই ঘুরছে তাঁদের মনে।

কেআরকে টুইটারে লিখেছিলেন, ‘আজ বড় সুপারস্টার কে? (শাহরুখ খানের ভক্তরা এটা তোমাদের পরীক্ষা। বাঁচিয়ে নাও নিজের প্রিয় তারকার সম্মান)’। সেই পোলিং শেষ হওয়ার পর দেখা গিয়েছে শাহরুখকে হেলায় হারিয়ে দিয়েছেন কেআরকে। ৫২.১% নেটিজেন কেআরকে’কে ভোট দিয়েছেন এবং ৪৭.৯% নেটিজেন ‘কিং খান’কে ভোট দিয়েছেন।

তবে এখানেই থামেননি কেআরকে। এরপর ফের একটি টুইট করে তিনি লেখেন, ‘আমি শাহরুখ খানকে নিয়ে মাত্র ২টি টুইট করেছি এবং দেখো মানুষে আমায় কীভাবে অপমান করছে। এটাই প্রমাণ যে, শাহরুখ যতদিন না পর্যন্ত উদয় চোপড়া হয়ে যাচ্ছেন, ততদিন পর্যন্ত ওর বিদেশি ফ্যান ক্লাবগুলো আনন্দ পাবেন না। ওরা নিশ্চিত করবে যে সকল ভারতীয় পাঠান এবং ডানকি বয়কট করুক’।