• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খানদের সিনেমা আর ভারতে চলবে না! কেন পরপর ফ্লপ হচ্ছে শাহরুখ-সলমন-আমিরের সিনেমা? জানালেন KRK

বলিউডের খান অভিনেতাদের (Khan Actors) একহাত নিতে কোনোদিনই ভয় পান না রিটায়ার্ড চলচ্চিত্র সমালোচক কেআরকে (KRK)। অতীতে বহুবার প্রকাশ্যে তাঁদের ঠুকে নানান কথা বলেছেন তিনি। এবার ফের সেই এক কাজ করলেন কামাল আর খান তথা কেআরকে।

গত কয়েকদিন ধরেই টুইটারে ব্যাপক বিবাদে জড়িয়েছিলেন বলিউডের নামী অভিনেত্রী তাপসী পান্নু এবং কেআরকে। এসব ঠিক করে মিটতে না মিটতেই এবার ফের এক বিস্ফোরক টুইট করে বসলেন তিনি। বলিপাড়ার এই রিটায়ার্ড সমালোচক এবার তিন সুপারস্টার শাহরুখ খান (Shah Rukh Khan), সলমন খান (Salman Khan) এবং আমির খানকে (Aamir Khan) একহাত নিয়ে টুইট করেছেন।

   

Shah Rukh Salman and Aamir

কেআরকে নিজের সাম্প্রতিক টুইটে লিখেছেন, কেন শাহরুখ, সলমন এবং আমিরের সব সিনেমা একের পর এক বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে। তিনি লিখেছেন, ‘প্রত্যেক খান অভিনেতার অনুরাগীদের বুঝতে হবে খান অভিনেতাদের সিনেমা আর ভারতে চলবে না। কারণ এই সব খান অভিনেতারা বুড়ো, অহংকারী এবং ভালো ও খারাপ চিত্রনাট্যের তফাৎ বোঝে না। তাঁরা বিশ্বাস করেন, শুধুমাত্র করণ জোহর এবং আদি চোপড়া হিট ছবি বানাতে পারেন। তাই তাঁদের প্রত্যেকের এবার অবসর নেওয়া উচিত’।

শুধু এটুকুতেই থামেননি কেআরকে। এরপর ফের একটি বিস্ফোরক টুইট করেন তিনি। ‘দেশদ্রোহী’ খ্যাত অভিনেতা লেখেন, ‘অবিশ্বাস্য লাগলেও এখনও বলিউডের লোকেরা নিজেদের ভুল মেনে নিতে তৈরি না। আজ তাঁরা নিজেদের জঘন্য সিনেমার ব্যর্থতার জন্য দর্শকদের দোষারোপ করছেন। কারণ এই বোকা লোকগুলো শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজেদের চালাক ভাবে। আজও বলিউডের সবার করণ জোহর এবং আদি চোপড়াকে বুদ্ধিমান বলেন। আ থুঃ!’

কেআরকে’র এই বিস্ফোরক টুইট দেখার পর থেকে বলিউডের তিন খান অভিনেতা, তথা শাহরুখ, সলমন, আমিরের অনুরাগীরা তাঁকে পাল্টা একহাত নিয়েছেন। যদিও তাতে কেআরকে’র কিছু যায় আসে না। সেইসব বিষয়কে তিনি একেবারেই পাত্তা দিতে চান না।

KRK

রিলিজের আগেই ‘কিং খান’এর আগামী তিন ছবিকে চরম ফ্লপ বলে দিয়েছেন কেআরকে। তাঁর মতে, শাহরুখের আসন্ন তিন সিনেমা, ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডানকি’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়তে চলেছে। এবার দেখার কেআরকে’র সেই ভবিষ্যদ্বাণী সত্যি হয় কিনা।