• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৮০০ কোটি পুরোটাই ঢপ! ‘RRR একটা ফ্লপ ছবি’, ব্যাপক সাফল্যের মাঝে বিস্ফোরক মন্তব্য কেআরকের

Published on:

KRK Claims RRR is a disaster of this dacade produces making false hype claims of 800 crores

দক্ষিণী ছবির দাপটে রীতিমতো কাঁপছে বলিউড, কারণ পরিচালক এস এস রাজা মৌলির (S S Raja Mouli) RRR ছবিটি একপ্রকার ইতিহাস তৈরী করেছে। বাহুবলী, পুষ্পা,কাশ্মীর ফাইলস সবাইকে পিছনে ফেলে ৮০০ কোটি টাকার বক্স অফিস কালেকশন করে ফেলেছে দক্ষিণী ছবি আরআরআর। সর্বত্র ছবি নিয়ে চর্চা ও ছবিতে দুর্দান্ত অভিনয় থেকে স্টোরির প্রশংসা চলছে। কিন্তু এবার গতানুগতিক ধারায় RRR ছবি নিয়ে সমালোচনা করে বিস্ফোরক মন্তব্য করে বসলেন ইন্ডাস্ট্রির স্বঘোষিত ফিল্ম সমালোচক কমল রাশিদ খান (Kamal Rashid Khan)।

বহুপ্রতিক্ষার পর বিগত ২৫শে মার্চ রিলিজ হয়েছে আরআরআর ছবিটি। ছবিতে জুনিয়ার এনটিআর (Jr. NTR) ও রামচরণ (Ram Charan) এর মত অভিনেতাদের পাশাপাশি বলিউডের অজয় দেবগণ, আলিয়া ভাটকে দেখা গিয়েছে। ছবিতে দুর্দান্ত কাহিনী, ভিএফেক্টসের কাজ সহ তারকাদের অভিনয় সবটাই প্রশংসা পেয়েছে দর্শক থেকে ফিল্ম সমালোচকদের থেকে। কিন্তু কেআরকে মোটেই সন্তুষ্ট হননি। বরং ছবির বক্স অফিস কালেকশন নিয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করে চলেছেন তিনি।

KRK,RRR,KRK Review,RRR Review,RRR review by KRK,Kamal Rashid Khan,Bollywood Review,কমল রাশিদ খান,কেআরকে,আরআরআর,RRR Box office collection

শুরুতে ৩১শে মার্চ কেআরকে টুইট করেন, ‘দর্শকেরা RRR ছবিটিকে সম্পূর্ণ বাতিলের খাতায় ফেলে দিয়েছে। ছবিটা সম্পূর্ণ ফ্লপ। কিন্তু ছবির পরিচালকেরা মিথ্যে একটি খ্যাতি তৈরী করছে টাকা দিয়ে মিডিয়া রিপোর্ট করিয়ে। আমি আমার পরবর্তী রিভিউতে এটা প্রমাণ করে দেব যে এটা একটা সম্পূর্ণ ফ্লপ ছবি। লোকে জানেই না ৬৮০ কোটি কিভাবে গুনতে হয়’।

এরপর আবারও পরের দিনে নতুন টুইটে কেআরকে লেখেন, ‘RRR এর প্রথম সপ্তাহের কালেকশন এই দশকের সবচেয়ে খারাপ। আরআরআর এর বাজেট বাহুবলি ও বাহুবলীর দ্বিগুণ হলেও বাহুবলীর ৪০% ব্যবসা করতে পারবে। কেআরকের এই ধরণের রিভিউ ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি।

তাঁর টুইট ভাইরাল হয়ে পড়তেই নেটিজেনরা একপ্রকার ধুয়ে দিয়েছে তাকে। এক নেটিজেন লিখেছেন, ‘বাজে বকা বন্ধ কর কেআরকে, আজ সকাল ১১.৩০ থেকে শো হাউস ফুল চলছে IMAX এ। ছবিটির প্রশংসায় সকলেই পঞ্চমুখ হয়েছে, আমি নিজেও ছবিটি দেখতে দুবার গিয়েছি। দুর্দান্ত সিনেমা হয়েছে  বিশেষত জঙ্গলের ফাইনাল দৃশ্য রীতিমত গায়ে কাঁটা দেওয়ার মত ছিল।’

প্রসঙ্গত, ১ সপ্তাহ পেরিয়েও রমরমিয়ে চলছে RRR ছবিটি। ইতিমধ্যেই ৮০০ কোটি টাকার ব্যবসা হয়ে গিয়েছে। আর আজ রবিবার সপ্তাহের ছুটির দিন। দিনেও ভালো টাকার ব্যবসা করার আশা রাখছেন ছবির পরিচালকেরা। আর হয়তো ভালোমত চললে ১০০০ কোটিও ছুঁয়ে ফেলতে পারে আরআরআর এর বক্স অফিস কালেকশন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥