• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ব্লকবাস্টারে নামে কলঙ্ক! ‘ব্রহ্মাস্ত্র’র সাথে ১২০০ কোটি আয়ের ‘RRR’ কে সুপারফ্লপ ঘোষণা KRK’র

Published on:

KRK claims RRR and Brahmastra is the biggest disasters of 2022

বলিউডের (Bollywood) বিতর্কিত চলচ্চিত্র সমালোচক কেআরকে’কে (KRK) নিয়ে সংবাদমাধ্যমে চর্চা লেগেই থাকে। নিজের বিস্ফোরক টুইটের কারণে প্রায়শয়ই চর্চার কেন্দ্রে চলে আসেন তিনি। বলিউডকে একহাত নিয়ে মাঝেমাঝেই নানান টুইট করেন এই স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক। তবে এবার বলিউডের সঙ্গে দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রিকেও নিশানা করেছেন তিনি।

বছর শেষ হতে আর মাত্র হাতেগোনা কয়েকদিন বাকি। এর আগেই চলতি বছরের সেরা তারকা, সবচেয়ে ফ্লপ সিনেমার তালিকা প্রকাশ করেছেন কেআরকে। বিতর্কিত এই চলচ্চিত্র সমালোচকের মতে, চলতি বছরের সেরা ৩ তারকা হলেন কার্তিক আরিয়ান, অক্ষয় কুমার এবং অজয় দেবগণ। এই বছর আকির প্রত্যেকটি সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়া সত্ত্বেও তাঁকে সেরা তারকার লিস্টে রেখেছেন কেআরকে।

KRK

অপরদিকে এই বছরের জঘন্যতম (বক্স অফিসে ব্যবসার নিরিখে) ছবির তালিকায় দু’টি ব্লকবাস্টার সিনেমার নাম রেখেছেন কেআরকে। যা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের একাংশের। এই বছরের জঘন্যতম সিনেমার লিস্টে তিনি রেখেছেন, ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra), ‘আরআরআর’ (RRR), ‘(সম্রাট) পৃথ্বীরাজ’, ‘লাল সিং চাড্ডা’ এবং ‘বিক্রম বেধা’।

কেআরকে’র তালিকার শেষ ৩ সিনেমা সত্যিই বক্স অফিসে ছাপ ফেলতে ব্যর্থ হয়েছে। তবে প্রথম দুই সিনেমা কিন্তু বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। এস এস রাজামৌলী পরিচালিত ‘আরআরআর’ তো শুধুমাত্র ভারতেই নয়, বিদেশের বক্স অফিসেও ভালো ব্যবসা করেছে। মোট ১১৬৪ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবিটি। এই সিনেমার জন্যই সম্প্রতি নিউ ইয়র্কে সেরা পরিচালকের পুরস্কারও জিতেছেন রাজামৌলী। অথচ তা সত্ত্বেও কেআরকে’র মতে এটি বক্স অফিসে ফ্লপ!

RRR

অপরদিকে যদি ‘ব্রহ্মাস্ত্র’র কথা বলা হয়, তাহলে ‘বয়কট বলিউড’ ট্রেন্ডের মাঝেও এই ছবি বক্স অফিসে সফল হয়েছিল। রণবীর কাপুর-আলিয়া ভাট অভিনীত এই সিনেমা বক্স অফিসে মোট ৪২৭.৮৮ কোটি টাকা আয় করেছিল। কিন্তু তা সত্ত্বেও কেআরকে এই ছবিটিকে ফ্লপের তকমা দিয়েছেন। শুধু তাই নয়, এই ৫ ছবির প্রযোজকেরা কত টাকা খুইয়েছেন সেই অঙ্কও নিজের টুইটে তুলে ধরেছেন তিনি।

কেআরকে এরপর একটি টুইট করে দাবি করেন, ‘ব্রহ্মাস্ত্র’, ‘আরআরআর’, ‘(সম্রাট) পৃথ্বীরাজ’, ‘লাল সিং চাড্ডা’ এবং ‘বিক্রম বেধা’র প্রযোজকরা যথাক্রমে ৩০০ কোটি, ২০০ কোটি, ১৫০ কোটি, ১২৫ কোটি এবং ১০০ কোটি টাকা খুইয়েছেন। আর যেহেতু প্রযোজকদের সর্বাধিক ক্ষতির মুখ দেখিয়েছে এই ৫ সিনেমা তাই সেগুলিকে বক্স অফিসে ব্যবসার নিরিখে চলতি বছরের জঘন্যতম সিনেমার তকমা দিয়ে দিয়েছে কেআরকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥