• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দেউলিয়া হয়ে বাড়িতে নৌটঙ্কি করে মরতে চেয়েছিল করণ জোহর! বিস্ফোরক কেআরকে

বলিউডের ছবি দেখেনি এমন মানুষের সংখ্যা যেমন নগণ্য! তেমনি বি টাউনের খবর রাখে অথচ কমল রাশিদ খান বা কেআরকে (KRK) নামটাও সকলের কাছেই বেশ পরিচিত। বলিউড ইন্ডাস্ট্রির স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক তিনি। প্রতিটা হিন্দি সিনেমাকেই কটাক্ষে ধুয়ে দেন তিনি। কোনো ছবিই যেন তার মনে ধরে না, বিশেষ করে করণ জোহরের (Karan Johar) ছবি হলে তো কথাই নেই!

সম্প্রতি করণ জোহরকে নিয়েই বিস্ফোরক মন্তব্যে করে বসলেন কেআরকে। সেপ্টেম্বরে মুক্তি পাওয়া ব্রহ্মাস্ত্র সিনেমা নিয়েই মন্তব্য করেছেন তিনি। ৪১০ কোটি টাকা বাজেটে তৈরী হলেও ছবির বক্স অফিস কালেকশন ২৫০ কোটিতেই থেমেছিল। ছবিতে আলিয়া ভাট, রণবীর কাপুর ছাড়াও অমিতাভ বচ্চন,শাহরুখ খান থেকে নাগার্জুন এদের মত তারকারা রয়েছেন।

   

কেআরকে,KRK,Kamal Rashid Khan,Karan Johar,Bramastra,Mukesh Ambani,মুকেশ আম্বানি,করণ জোহর,ব্রহ্মাস্ত্র,Karan Johar Suicide Attempt,KRK bashes Karan Johar

কেআরকে নিজের টুইটে দাবি করেছেন, ব্রহ্মাস্ত্র ছবি ফ্লপ হওয়ার পর নাকি আত্মহত্যা পর্যন্ত করতে গিয়েছিলেন করণ জোহর। একপ্রকার দেউলিয়া হয়ে গিয়েছিলেন তিনি। তাঁর এই অবস্থার পর নাকি মুকেশ আম্বানি ৩০০ কোটি টাকা ধার দিয়েছিলেন তাকে। স্বাভাবিকভাবেই এমন একটা টুইট প্রকাশ্যে আসা আমত্রই চর্চায় উঠে এসেছে।

টুইটে তিনি লিখেছেন, ‘সূত্রমতে, কিছুদিন আগে করণ জোহর বাড়িতেই রীতিমত নাটক করেছিলেন। ব্রহ্মাস্ত্র’তে বিপুল ক্ষতি হওয়ার জন্য আত্মহত্যা করতে চেয়েছিলেন তিনি! তাপর মুকেশ আম্বানি ৩০০ কোটি ঋণ দিয়েছিল তাকে। কিন্তু কেন এমনটা হল? এর উত্তর হল বাইরে না বললেও আদতে দেউলিয়া হয়ে গিয়েছেন তিনি’।

Karan Johar in Koffee With Karan

এই টুইট ভাইরাল হওয়া মাত্রই মিশ্র প্রতিক্রিয়া মিলেছে নেটপাড়ায়। কেউ কেউ একমত হয়েছেন তাঁর মন্তব্যের সাথে যে ছবিটি দেখে মোটেই ভালো লাগেনি। খুবই বোরিং ছবি ছিল। তো আবার কিছুজন পাল্টা কেআরকেই ধুয়ে দিয়েছেন। এক নেটিজনের মতে, ঠিক যেমনটা আপনি নাটক করেছিলেন ‘দেশদ্রোহী’ এর সময়।

প্রসঙ্গত, বলে রাখা ভালো ছবি মুক্তির পর জানানো হয়েছিল যে ব্যাপক সাফল্য পেয়েছে ছবিটি। কিন্তু কিছুদিনের মধ্যেই সোশ্যাল মিডিয়াতে মিম ভরে যায়। ছবিতে আলিয়া ভাটের নাকি একটাই ডায়লগ ছিল শুধু শিবা শিবা করে চিৎকার করা। এরপর কেআরকে বলেন, থিয়েটার খালি কিন্তু ব্রহ্মাস্ত্রের ব্যবসা দারুন। হচ্ছে কারণ মঙ্গল গ্রহ থেকে আসছে ছবি দেখতে। আফসোস এটাই যে মানুষ এলিয়েনদের সাথে ছবি দেখতে পেল না।