• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কপিল শর্মার জন্যই বলিউডে শনির দশা! ‘পাঠান’ সুপারহিট হতেই বিস্ফোরক কেআরকে

Published on:

KRK claims Kapil Sharma Show is Panauti for Bollywood after Pathaan's Sucess

দেখতে দেখতে দু’সপ্তাহ হয়ে গেল ‘পাঠান’ (Pathaan) রিলিজ করেছে। কিন্তু এখনও ছবিটি ঘিরে দর্শকদের উত্তেজনা দেখার মতো। বিশ্বব্যাপী রাজত্ব করছে শাহরুখের (Shah Rukh Khan) সিনেমা। ১৪ দিনের মধ্যেই ৮৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। একদিকে যখন দর্শকরা ‘পাঠান’ জ্বরে কাবু, তখনই একটি বিস্ফোরক বয়ান দিয়ে বসলেন বি টাউনের বিতর্কিত চলচ্চিত্র সমালোচক কেআরকে (KRK)। এবার তাঁর নিশানায় ‘দ্য কপিল শর্মা শো’ (The Kapil Sharma Show)।

সংবাদমাধ্যমে বিনোদনের পাতা খুললেই এখন ‘পাঠান’ নিয়ে চর্চা চোখে পড়বে। বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে এই সিনেমা। শুধুমাত্র বলিউডই নয়, হলিউড ছবিকেও পিছনে ফেলে দিয়েছে শাহরুখের ছবি। কিন্তু এসবের কোনোটাই হতো না, যদি ছবির প্রচার করতে কপিলের শোয়ে যাওয়া হতো। কারণ সেই শো অশুভ! অন্তত এমনটাই দাবি করেছেন ‘দেশদ্রোহী’ অভিনেতা।

KRK about The Kapil Sharma Show

কেআরকের কথায়, কপিলের শোয়ে প্রচার করতে গেলেই বক্স অফিসে ডাহা ফেল করত ‘পাঠান’। অবশ্য শুধুমাত্র দাবিই নয়, তিনি নিজের বক্তব্যের সাপেক্ষে রীতিমতো ‘প্রমাণ’ও দিয়েছেন। স্বাভাবিকভাবেই নিজের এই বিতর্কিত টুইটের কারণে ফের একবার নেটিজেনদের রোষের মুখে পড়েছেন তিনি।

কপিলের শোকে নিশানা করে কেআরকে টুইটারে লিখেছেন, ‘শাহরুখ খান কপিল শর্মা শোয়ে ‘পাঠান’এর প্রচার করেননি এবং ছবিটি সুপারহিট হয়েছে। ‘দ্য কাশ্মীর ফাইলস’এর প্রচার সেই শোয়ে করা হয়নি এবং সেই ছবিও সুপারহিট হয়েছিল। এর থেকেই প্রমাণিত হয়ে যায় সিনেমার প্রচারের জন্য কপিল শর্মা শো প্রচণ্ড অশুভ। আশা করব বাকিরাও ‘অশুভ’ শোয়ে নিজেদের ছবির প্রচার করতে যাবেন না’।


সম্প্রতি শাহরুখকে ‘AskSRK’ সেশনের সময় একজন নেটাগরিক জিজ্ঞেস করেছিলেন কীভাবে কোনও প্রচার, সাক্ষাৎকার না দেওয়া সত্ত্বেও ‘পাঠান’ বক্স অফিসে রাজত্ব করছে? জবাবে ‘কিং খান’ লিখেছিলেন, ‘আমি ভাবলাম সিংহ সাক্ষাৎকার দেয় না। তাই এবার আমিও সাক্ষাৎকার দেব না। জঙ্গলে এসে নিজেরা দেখে যাও’।

KRK about Pathaan

প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি রিলিজ করেছে শাহরুখ-দীপিকা-জন অভিনীত ‘পাঠান’। মুক্তির দিক থেকেই বক্স অফিসে চলছে ‘পাঠান রাজ’। জানিয়ে রাখি, ব্লকবাস্টার এই ছবির পর শাহরুখকে চলতি বছরই আরও দু’টি সিনেমায় দেখা যাবে। ‘পাঠান’এর পর ‘অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ এবং বছর শেষ হওয়ার আগে রাজকুমার হিরানির ‘ডানকি’তে দেখা যাবে ‘কিং খান’কে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥