বলিউডের (Bollywood) স্বঘোষিত চিত্র সমালোচক (Film Critic) তথা অভিনেতা হলেন কমাল রশিদ খান (Kamal Rashid Khan)। নিন্দুকরা আড়ালে তাকে ‘বিতর্কের শিরোমণি’ বলে ডাকেন। দেখতে গেলে বিতর্ক আর KRK যেন সারাক্ষণ একে অপরের হাত ধরাধরি করে চলে। বলিউড ইন্ডাস্ট্রি হোক কিংবা নির্দিষ্ট কোনো অভিনেতা অভিনেত্রী সকলের প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করাই যেন তার কাজ।
মূলত ব্যাক্তিগত আক্রোশ মেটাতেই এই ধরণের আচরণ করে থাকেন তিনি। মাসখানেক আগে পুরনো একটি বিতর্কিত টুইটার কারণে জেলে গিয়েছিলেন কে আর কে। দশ দিন জেলেই ছিলেন তিনি। তবে জেল থেকে বেরিয়েই আবার তিনি ফিরে এসেছেন স্বমহিমায়। জামিন পাওয়ার মাত্র দু’দিনের মধ্যেই আবার সক্রিয় হয়ে ওঠেন কেআরকে (KRK)। নিন্দুকদের হুঁশিয়ারি দিয়ে একেবারে চেনা মেজাজে কে আর কে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন ‘প্রতিশোধ নিতে ফিরে এলাম’।
আর এবার তিনি অদ্ভুত যুক্তি দিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখলেন দশ দিন জেল খেটে ফিরে এসে স্মৃতিশক্তি হারিয়েছেন তিনি। কেকের দাবি ১০ দিন জেলে কাটানোর পর তার ২০ শতাংশ স্মৃতি হারিয়ে গিয়েছে। এদিন সোশ্যাল মিডিয়ায় টুইট করে কে কে লিখেছেন ‘আমি নিজের ২০ শতাংশ স্মৃতি হারিয়ে ফেলেছি (Memory Loss)। ১০ দিন জেলে না খেয়ে ছিলাম’।
এর পরেই তার সংযোজন তার চিকিৎসক নাকি জানিয়েছেন হারিয়ে যাওয়ার স্মৃতি তিনি আর ফিরে পাবেন না। এছাড়া ভবিষ্যতে তার স্মৃতিগুলো ক্রমশ হারিয়ে যেতে শুরু করবে। শুধু তাই নয় ফের একবার সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) প্রসঙ্গ টেনে এনে KRK স্পষ্ট লিখেছেন ‘আমি যদি মারা যাই তাহলে ভাববেন সুশান্ত সিং রাজপুত এর ঘটনার পুনরাবৃত্তি ঘটল। ওরা সুশান্তের সঙ্গে যা করেছে আমার সঙ্গেও সেটাই করছে’।
I had lost my 20% memory in jail, where I was living without eating anything for 10days. According to my doctors, I can’t get it back but I can lose more in the future. If I die, then public must remember that first they did it with #SushantSinghRajput and now doing it with me.
— KRK (@kamaalrkhan) October 2, 2022
প্রসঙ্গত বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ার ভিডিও বানাতে দেখা যাচ্ছে না KRK- কে। তাই অনেকেই প্রশ্ন তুলেছিলেন তিনি কেন আর ভিডিও বানাচ্ছেন না। উত্তরে KRK জানিয়েছেন তিনি ভিডিও বানাচ্ছেন না কারণ তিনি ইতিমধ্যে অনেক কিছু ভুলে গিয়েছেন। একটা বাক্য বলার পরে তিনি কি বলবেন তা তিনি নিজেই বুঝতে পারছেন না। তাই রেকর্ড করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন বলে জানিয়েছেন KRK।