• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফ্লপের পর ফ্লপ দিয়েও লজ্জা নেই! ‘Hera Pheri 3’র জন্য একাই ১২৫ কোটি চাইলেন অক্ষয় কুমার

চলতি বছরটা বলিউড (Bollywood) সুপারস্টার অক্ষয় কুমারের (Akshay Kumar) জন্য একেবারেই ভালো যাচ্ছে না। পরপর তিনটি ছবি ফ্লপ হওয়ার পর অভিনেতার চতুর্থ সিনেমা ওটিটিতে রিলিজ করেছে। পঞ্চম সিনেমা ‘রাম সেতু’র হাত ধরে ভেবেছিলেন ভাগ্য ঘুরবে। সেই ছবিও বক্স অফিসে আশানুরূপ ফল করতে পারেনি। তবে এত কিছু সত্ত্বেও কিন্তু বলিউডের ‘খিলাড়ি’র পারিশ্রমিকের খাই একটুও কমেনি।

সম্প্রতি জানা গিয়েছে, অক্ষয় তাঁর আগামী সিনেমা ‘হেরা ফেরি ৩’এর (Hera Pheri 3) জন্য এক আকাশছোঁয়া অর্থ পারিশ্রমিক চেয়েছেন। আর এই কথা জনসমক্ষে ফাঁস করেছেন বি টাউনের বিতর্কিত চলচ্চিত্র সমালোচক কেআরকে (KRK)। একেবারে টুইট করে হাটতে হাঁড়ি ভেঙেছেন তিনি।

   

Hera Pheri

স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কেআরকে এমন একজন ব্যক্তিত্ব যিনি বলিউড তারকাদের একহাত নিতে ভয় পান না। শাহরুখ খান, সলমন খান, আমির খান এবং অক্ষয় কুমার বলতে গেলে সবসময়ই তাঁর নিশানায় থাকেন। এবার ফের আক্কিকে তাঁর ‘হেরা ফেরি ৩’র পারিশ্রমিক নিয়ে বিঁধেছেন কেআরকে।

বলিপাড়ার এই চলচ্চিত্র সমালোচক টুইটারে লিখেছেন, ‘আমার সূত্র মারফৎ জানতে পেরেছি, রাম সেতুর জঘন্য পারফরম্যান্সের পরেও অক্ষয় কুমার নিজের পারিশ্রমিক কমাবেন না বলে জানিয়ে দিয়েছেন। হেরা ফেরি সিরিজের পরবর্তী ছবির জন্য উনি ১২৫ কোটি টাকা চাইছেন’। কেআরকের এই টুইট দেখার পরই চোখ কপালে উঠেছে নেটিজেনদের একাংশের।

KRK

কেআরকের দাবি সত্যি নাকি মিথ্যা তা এখনও কেউ জানে না। তবে তাঁর এই টুইটের জন্য অক্ষয় যে ফের একবার নেতিবাচক কারণে লাইমলাইটে চলে এসেছেন, এই নিয়ে কোনও সন্দেহ নেই। ব্যাক টু ব্যাক ফ্লপের পরেও তিনি কীভাবে এতটা আকাশছোঁয়া অর্থ পারিশ্রমিক হিসেবে চান তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

প্রসঙ্গত, ব্লকবাস্টার ‘হেরা ফেরি’ সিরিজের তৃতীয় ছবিতেও থাকবেন বাবুরাও, শ্যাম এবং রাজু। অর্থাৎ এই সিনেমাতেও একসঙ্গে দেখা যাবে পরেশ রাওয়াল, সুনীল শেট্টি এবং অক্ষয় কুমারকে। আপাতত বি টাউনের এই তিন অভিনেতার ডেট একসঙ্গে পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন ‘হেরা ফেরি’ নির্মাতারা।