• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শাহরুখ খানের ‘পাঠান’র সাফল্য দেখে জ্বলছে আমির খান! KRK এর বেফাঁস মন্তব্যে তোলপাড় নেটপাড়া

Published on:

KRK claims Amir Khan is Jeleous seeing Sucess of Shah Rukh Khan Pathaan Movie

শাহরুখ খানের (Shah Rukh Khan) ‘পাঠান’ (Pathaan) সুপারহিট হওয়ায় হিংসায় জ্বলে যাচ্ছেন বলিউডের আরেক সুপারস্টার আমির খান (Aamir Khan)! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই বিস্ফোরক দাবি করেছেন স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কেআরকে (KRK)। ‘পাঠান’ রিলিজের আগে থেকেই ছবিটি নিয়ে নানান ধরণের মন্তব্য করছিলেন তিনি। এও দাবি করেছিলেন, শাহরুখের সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়বে। কিন্তু ছবিটি সুপারহিট হতেই উল্টো সুর শোনা যাচ্ছে তাঁর গলায়।

কেআরকে এমন একজন ব্যক্তিত্ব যার নিশানা থেকে বলিউডের প্রায় কোনও তারকাই বাঁচেননি। শাহরুখ, সলমন, আমির থেকে শুরু করে অর্জুন কাপুর, টাইগার শ্রফ- প্রত্যেককেই কখনও না কখনও একহাত নিয়েছেন তিনি। এবার যেমন পালা ছিল আমিরের! ‘পাঠান’-বাণে ‘মিস্টার পারফেকশনিস্ট’কে বিঁধেছেন ‘দেশদ্রোহী’ অভিনেতা।

KRK and Aamir Khan

শাহরুখ-দীপিকা অভিনীত ‘পাঠান’ রিলিজের আগে কেআরকে দাবি করেছিলেন ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়তে চলেছে। কিন্তু রিলিজের পর দেখা যায় সম্পূর্ণ ভিন্ন চিত্র। মাত্র ৪ দিনেই ৪০০ কোটির গণ্ডি টপকে গিয়েছে এই সিনেমা। সেই সঙ্গেই ভেঙেছে বক্স অফিসের একাধিক রেকর্ড। ‘পাঠান’ ব্লকবাস্টার হতেই নেটিজেনদের একাংশ নিশানা করেছেন কেআরকে’কে।

তবে বি টাউনের এই বিতর্কিত সমালোচকও দমে যাওয়ার পাত্র নন। নেটিজেনদের কটাক্ষকে পাত্তা না দিয়ে তিনি এবার আমিরকে নিশানা করেছেন। কেআরকে টুইটারে লিখেছেন, ‘আমির খানের সময়টা খুব খারাপ যাচ্ছে। প্রথম দুঃখ, বেচারার ছবি ‘লাল সিং চাড্ডা’ চরম ব্যর্থ হয়েছিল। দ্বিতীয় দুঃখ আরও বড় যে শাহরুখের সিনেমা সুপারহিট হয়ে গিয়েছে’।

Aamir Khan's reaction to Pathaan

আমির-শাহরুখ, এই দুই বলিউড সুপারস্টারের মধ্যে ‘দ্বন্দ্ব’ দেখানোর চেষ্টা করায় কেআরকের ওপর বেশ চটে গিয়েছেন নেটিজেনদের একাংশ। বিস্ফোরক এই টুইট দেখার পর উল্টে তাঁকেই একহাত নিয়েছেন অনেকে। এক কথায়, আমিরকে ট্রোল করতে গিয়ে নিজেই ট্রোল হয়ে গিয়েছেন ‘দেশদ্রোহী’ অভিনেতা।


একজন নেটিজেন যেমন লিখেছেন, ‘ভাইজান দুঃখ তো আপনারও প্রচণ্ড হচ্ছে। কারণ আপনি জেনে গিয়েছেন যে আপনার রিভিউতে কিছু যায় আসে না। আপনার এই ভুল বিশ্বাসটাও ভেঙে গেল’। আর একজন আবার লিখেছেন, ‘আমির মামা খুব শীঘ্রই কামব্যাক করবেন। উনি নিজেই নিজের রেকর্ড ভাঙবেন। মিলিয়ে নেবেন’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥