• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জঘন্য দেখতে দীপিকাকে, ‘বেশরম রঙ’ গানেই আসল চেহারা দেখিয়েছে! ‘পাঠান’ নিয়ে বিস্ফোরক কেআরকে

Published on:

KRK calls Deepika Padukone horrible looking girl and Shahrukh Khan flopstar on Pathaan Besharam Rang song

কেআরকে (KRK) এমন একজন ব্যক্তিত্ব যিনি নিজের বিতর্কিত মন্তব্যের ব্যাপক জনপ্রিয়। তাঁর নিশানায় সর্বক্ষণ থাকেন বলিউড তারকারা। সম্প্রতি যেমন ‘পাঠান’ (Pathaan) নিয়ে চলতে থাকা বিতর্কের মাঝেই এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি।

আগামী জানুয়ারি মাসে দীর্ঘ ৪ বছর পর নায়ক হিসেবে কামব্যাক করবেন শাহরুখ খান (Shah Rukh Khan)। ‘পাঠান’এর হাত ধরেই ফের বড়পর্দায় ফিরছেন ‘কিং খান’। কিন্তু সেই ছবির গান ‘বেশরম রঙ’ মুক্তি পাওয়ার পর থেকেই ছবিটি বয়কটের ডাক উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এবার এই বিতর্কের মাঝেই এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন কেআরকে।

KRK

‘বেশরম রঙ’ গানটি যারা দেখেছেন, তাঁরা জানেন সেই গানে গেরুয়া রঙের বিকিনি পরে চরম জনরোষের মুখে পড়েছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। তাঁর, শাহরুখ এবং ছবির নির্মাতাদের বিরুদ্ধে উঠেছে হিন্দু ধর্মের অপমানের অভিযোগ। এবার নিজের সাম্প্রতিক টুইটে ‘পাঠান’এর নায়ক-নায়িকাকেই একহাত নেন কেআরকে।

Besharam Rang

বি টাউনের এই স্বঘোষিত সমালোচক লিখেছেন, ‘আমার মনে আছে, অনেক বছর আগে আমি দীপিকা পাড়ুকোনের প্রচার করেছিলাম এবং টুইটারের মাধ্যমে রোজ ওনাকে চুম্বন দিতাম। কিন্তু এবার ‘বেশরম রঙ’এ আসল দীপিকাকে দেখার পর আমি নিজের ওই কাজের জন্য লজ্জিত। ভগবান! আমি ওই রকম কুৎসিত দেখতে একটি মেয়ের প্রচার কীভাবে করতাম!’


এখানে থামেননি কেআরকে। এরপর পর্দার ‘পাঠান’ তথা শাহরুখকে একহাত নেন তিনি। বিতর্কিত এই সমালোচক টুইটারে লেখেন, ‘শাহরুখের মতানুযায়ী, কেউ যদি মিথ্যা বলে ওঁকে বিশ্বের সবচেয়ে বড় তারকা বলে তাহলে সে ইতিবাচক মানুষ। আর কেউ যদি ওঁকে সত্যিটা বলে ফ্লপ অভিনেতা বলে ডাকেন তাহলে সে নেতিবাচক মানুষ। এর থেকেই বোঝা যায় ও সত্যিটা শুনতে চায় না। আসলে অন্ সবকিছুই সবুজ দেখে’।


কেআরকে’র এই টুইট দেখার পর স্বাভাবিকভাবেই প্রচণ্ড চটে গিয়েছে শাহরুখ-দীপিকার অনুরাগীরা। অনেকেই টুইটারে তাঁকে একহাতও নিয়েছেন। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে কেআরকের এই দুই ‘বিতর্কিত’ টুইট।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥