• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডের সব অভিনেত্রী ‘নির্লজ্জ’, মাতৃত্ব বেচে টাকা কমায়! করিনা-বিপাশাকে ধুয়ে দিলেন KRK

বলিউডের সঙ্গে রিটায়ার্ড চলচ্চিত্র সমালোচক কামাল আর খান তথা কেআরকের (KRK) একেবারে আদায় কাঁচকলায় সম্পর্ক। বহুবার বলিউডের তারকাকে প্রকাশ্যে কটাক্ষ করে সংবাদমাধ্যমের শিরোনামে উঠেছে এসেছেন তিনি। বলিউড ছবির নেগেটিভ রিভিউ দেওয়া থেকে শুরু করে তারকাদের কটাক্ষ করা, কোনও কিছু করতেই ভয় পান না তিনি।

প্রত্যেকদিন কোনও না কোনও কারণে সংবাদমাধ্যমের শিরোনামে চলেই আসেন কেআরকে। বিশেষত নিজের নানান বিতর্কিত মন্তব্যের সৌজন্যে। বলিউডের বাকি অভিনেতা-অভিনেত্রীরা (Bollywood actresses) তো রয়েছেনই, ‘খান’ অভিনেতাদেরও একহাত নিতে ডরান না কেআরকে।

   

KRK

তবে এবার বলিউডের সুপারস্টার ‘খান’ অভিনেতারা নন, কেআরকের নিশানায় এবার চলে এসেছেন বলিউডের অভিনেত্রীরা। কেআরকের নিশানায় এবার চলে এসেছেন করিনা কাপুর, বিপাশা বসু, আলিয়া ভাটের মতো তারকারা।

সাম্প্রতিক অতীতে বহুবার বলিউড তারকদের বিরুদ্ধে ভারতীয় সংস্কৃতিকে কলুষিত করার অভিযোগ উঠেছে। এবার সেই বিতর্ককেই উস্কে দিয়েছেন রিটায়ার্ড চলচ্চিত্র সমালোচক কেআরকে। তাঁর করা সাম্প্রতিক টুইট নেটপাড়ায় একেবারে ঝড় তুলে দিয়েছে।

KRK

সম্প্রতি কেআরকে বলিউডের চার অন্তঃসত্ত্বা অভিনেত্রী এবং দক্ষিণী তারকাদের অন্তঃসত্ত্বা স্ত্রীদের ছবি কোলাজ করে শেয়ার করেছেন। সেখানে একদিকে দেখা যাচ্ছে, বলিউডের চার অভিনেত্রী, বিপাশা বসু, করিনা কাপুর, লিসা হেডন এবং কঙ্গনা সেন শর্মা নগ্ন বেবি বাম্পের ফটোশ্যুটের ছবি এবং অপরদিকে দেখা যাচ্ছে, দক্ষিণী তারকাদের স্ত্রীদের ট্র্যাডিশনাল পোশাকে গর্ভাবস্থার ছবি। সেই ছবির ক্যাপশনে কেআরকে লিখেছেন, নির্লজ্জ মানুষ এবং মার্জিত ভদ্র পরিবারের মধ্যে এটাই পার্থক্য’।

কেআরকের এই টুইটের মাধ্যমেই ফের মাথাচাড়া দিয়েছে বলিউড বনাম সাউথ বিতর্ক। কেউ কেউ কেআরকের এই বক্তব্যের বিরধিতা করলেও, নেটিজেনদের একাংশ তাঁকে সমর্থন করেছেন। রিটায়ার্ড চলচ্চিত্র সমালোচকের শব্দ চয়ন খারাপ হলেও, তাঁর বক্তব্য ঠিক বলে জানিয়েছেন তাঁরা।