সম্প্রতি প্রকাশ্যে এসেছে শাহরুখ খানের (Shahrukh Khan) বহু প্রতীক্ষিত ‘পাঠান’ (Pathaan) ছবির ট্রেলার। চার বছর পর এই ছবিদিয়ে কামব্যাক করছেন শাহরুখ। ছবিটি টিজার মুক্তি পেতেই ৬ মিলিয়ন ভিউ পেরিয়ে গিয়েছে ভিডিওটি। ১ মিনিটের এই টিজার ভিডিওতে ভরপুর দেশপ্রেমের ঝলক দেখা গিয়েছে। প্রিয় অভিনেতার নতুন ছবির প্রথম টিজার দেখে উচ্ছসিত কোটি কোটি ভক্তরা। তবে এবার দেশপ্রেম নিয়ে শাহরুখ ট্রোল করলেন স্বঘোষিত ফিল্ম সমালোচক কামাল রাশিদ খান বা কেআরকে (Kamal Rashid Khan)।
KRK নামটা যারা বলিউডের সম্পর্কে খোঁজ খবর রাখেন তাদের কাছে নতুন কিছু নয়। বলিউডের ছবির ক্রিটিক রিভিউ করেব বা একপ্রকার বদনাম করেই জনপ্রিয় হয়েছেন তিনি! মাঝে মধ্যেই বলিউডের ছবিকে কটাক্ষ করে শিরোনামে উঠে আসতে দেখা যায় তাকে। আর এবার ‘পাঠান’ ছবির টিজার দেখেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন কেআরকে।
নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করেছেন কেআরকে। যেখানে তিনি লিখেছেন, ‘এবার অক্কির (অক্ষয় কুমার) এর দেশভক্তির ভূত এসআরকের ওপরেও চড়ে গেছে। তাই এখন তিনি দেশকে বাঁচাবেন। মজা হচ্ছে নাকি? যদি শাহরুখ দেশকে বাঁচাতেই চাইতেন, তাহলে তার বর্ডারে গিয়ে লড়াই করা উচিত ছিল চাইনিজ মিলিটারির সাথে লড়াই করার, নাকি সিনেমা হলে মিথ্যে জ্ঞান দেওয়ার’।
কেআরকের এই টুইট ভাইরাল হতেই তাকে একপ্রকার ধুয়ে দিয়েছে শাহরুখভক্তরা। তার টুইটের জবাবে নেটিজেনরা মন্তব্য করেছে, আপনি খুবই নেটিটিভ ধারণার একজন মানুষ। পাঠান রিলিজের পর আপনার এই রিভিউ খারাপই হবে, তবে পাঠান কিন্তু ঠিকই ৩০০ কোটি পেরোবে আর সমস্ত রেকর্ড ভেঙে দেবে।
Ab #Akki Ka Deshbhakti Ka Bhoot #SRK par Bhi Chadha hai. So now he is going to save the country. Lol! Are you people joking? If SRK wants to save the country, then he should go on border to fight with Chinese military instead of giving fake gyaan in the theatre. #Pathaan
— KRK (@kamaalrkhan) March 3, 2022
গতকাল অর্থাৎ ২রা মার্চ রিলিজ হয়েছে ছবির প্রথম টিজার ভিডিও। যা ২৪ ঘন্টা পেরোতেই প্রায় ৭ মিলিয়ন ছুঁই ছুঁই ভিউ হয়ে গিয়েছে। তাই বলা যেতেই পারে ছবি রিলিজ হলে একপ্রকার সুপারহিট হতে চলেছে। টিজারের সাথে জানানো হয়েছে ছবির রিলিজের তারিখ। আগামী বছর ২৫শে জানুয়ারি রিলিজ হবে বহু প্রতীক্ষিত ‘পাঠান’ ছবিটি।
প্রসঙ্গত, এই প্রথমবার বলিউড নিয়ে নেগেটিভ মন্তব্য করেননি কেআরকে। এর আগেও একাধিকবার বলিউডের ছবিকে কটাক্ষ করেছেন তিনি। এমনকি গতবছর সালমান খানের ‘রাধে’ ছবির রিভিউ করে নিন্দা করার আইনি মামলায় জড়িয়েছিলেন তিনি। শেষমেশ সমস্ত নেগেটিভ রিভিউ দেওয়া ভিডিও নিজের ইউটিউব চ্যানেল থেকে মুছে ফেলতে বাধ্য হন তিনি।