• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুপারস্টার নামে কলঙ্ক! রণবীর-ভিকিদের ‘ফ্লপ অভিনেতা’ বলে নিজেই তীব্র কটাক্ষের শিকার KRK

Published on:

KRK trolled by netizens after calling ranbir singh viki kaushal flop stars of bollywood

স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কেআরকে (KRK) কখনও বলিউড (Bollywood) এবং বলিউডের তারকাদের একহাত নিতে পিছপা হন না। শাহরুখ খান থেকে শুরু করে সলমন খান, ঋত্বিক রোশন- কেআরকের নিশানা থেকে বাদ যায়নি কেউই। বছর শেষের আগেও ফের একবার ইন্ডাস্ট্রির ৪ দক্ষ অভিনেতাকে নিশানা করলেন তিনি। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

চলতি বছরটা বলিউডের জন্য একেবারেই ভালো যায়নি। একের পর এক সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। রণবীর সিং (Ranveer Singh), আয়ুষ্মান খুরানার (Ayushmann Khurrana) মতো শিল্পীদের ছবিও দর্শকদের ইমপ্রেস করতে ব্যর্থ হয়েছে। এবার ‘দেশদ্রোহী’ অভিনেতা কেআরকে তাই নেটিজেনদের বলিউডের সবচেয়ে বড় ফ্লপ অভিনেতাকে বেছে নিতে বলেছেন।

KRK

সম্প্রতি বি টাউনের এই বিতর্কিত সমালোচক টুইটারে একটি পোল শুরু করেছেন। সেখানে তাঁর বিচারে চলতি বছর বলিউডের সবচেয়ে বড় ৪ ফ্লপ অভিনেতার নাম রেখেছেন। সেই অভিনেতারা কারা জানেন? কেআরকের বিচারে এই বছরের ৪ সবচেয়ে বড় ফ্লপ অভিনেতা হল ভিকি কৌশল (Vicky Kaushal), রণবীর সিং, আয়ুষ্মান খুরানা এবং বরুণ ধাওয়ান (Varun Dhawan)।

বরুণকে দিয়ে শুরু করা হলে, এই বছর অভিনেতার ২টি ছবি মুক্তি পেয়েছে। ‘যুগ যুগ জিও’ এবং ‘ভেড়িয়া’ দু’টি ছবিই বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। কিন্তু অন্যান্য বছর এর চেয়ে ভালো ব্যবসা করে বরুণের ছবি। রণবীরেরও এই বছর দু’টি ছবি রিলিজ করেছে, ‘জয়েশভাই জোরদার’ এবং ‘সার্কাস’। আর দু’টি ছবিই বক্স অফিসে ছাপ ফেলতে ব্যর্থ হয়েছে।

Vicky Varun Ranveer Ayushmann

‘আউট অফ দ্য বক্স’ ছবির জন্য জনপ্রিয় আয়ুষ্মানও এই বছর বক্স অফিসে লক্ষ্মীলাভ করতে পারেননি। অভিনেতার ‘ডক্টর জি’, ‘অনেক’ এবং ‘অ্যান অ্যাকশন হিরো’- তিনটি সিনেমাই দর্শকদের ইমপ্রেস করতে ব্যর্থ। ভিকির চলতি বছর মাত্র একটি সিনেমা, ‘গোবিন্দা নাম মেরা’ রিলিজ করেছে এবং তাও সেটি ওটিটি’তে। তবে কেআরকে আগেই বলেছিলেন, ভিকির কেরিয়ার শেষ হয়ে গিয়েছে।


বলিউডের এই বিতর্কিত চলচ্চিত্র সমালোচকের এই টুইট দেখার পর নেটিজেনদের একাংশ বেশ চটে গিয়েছে। ভিকি-আয়ুষ্মান-সহ ৪ দক্ষ অভিনেতাকে এইভাবে ‘ফ্লপ অভিনেতা’ তকমা দেওয়ায় বেশ চটে গিয়েছেন তাঁরা। পাল্টা তাই কেআরকে’কেই একহাত নিয়েছেন নেটাগরিকদের একটি বৃহৎ অংশ। একজন যেমন লিখেছেন, ‘হ্যাঁ, আপনি এতটাই ছোট যে ফ্লপের তালিকাতেও গণ্য করা যায় না’। আর একজন আবার লিখেছেন, ‘কেআরকে সবচেয়ে বড় ফ্লপ’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥