• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউড নর্দমা হলে তিনি নিজে এখানে কি করছেন! কঙ্গনাকে প্রশ্ন কমল আর খানের

Updated on:

Kangana Ranaut to KRK

সামাজিক হোক বা রাজনৈতিক যে কোনো বিষয়েই বিতর্কিত মন্তব্য করার ক্ষেত্রে যে সেলিব্রেটিদের প্রথমেই আসে তাঁদের মধ্যে একজন হলেন বলিউড ক্যুইন কঙ্গনা রানাওয়াত (Kangna Ranawat) তো অপর একজন হলেন স্বঘোষিত ফিল্ম সমালোচনা কে আর কে (Kamal Rashid Khan) । পর্নোগ্রাফিক কনটেন্ট বানিয়ে শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার(Raj Kundra) গ্রেফতারির ঘটনা এখন টক অফ দ্য টাউন।

তাই বরাবরের মতো এবারও রাজ কুন্দ্রার প্রসঙ্গ টেনে বাক যুদ্ধে নেমেছেন বলিউড ক্যুইন কঙ্গনা রানাওয়াত এবং ফিল্ম ক্রিটিক কে আর কে। গতকালই বিস্ফোরক মন্তব্য করে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বলিউড কে নর্দমা বলে উল্লেখ করে কঙ্গনা লিখেছিলেন ‘আমি বলিউড ইন্ডাস্ট্রিকে ঠিক এই কারণেই নর্দমা বলি। যা কিছু চকচক করে সব তো আর সোনা হয় না, সেটা আরও একবার প্রমাণিত হল। আমি কথা দিচ্ছি আমার আগামি ছবিতে বলিউডের নোংরামি সব সামনে আনব। বলিউডের পর্দা ফাঁস হবে ‘টিকু ওয়েডস শেরু’ ছবিতে। ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে শক্তিশালি কাঠামোর প্রয়োজন, কড়া অনুশাষণ থাকলে তবেই সুস্থ স্বাভাবিক ইন্ডাস্ট্রি তৈরি হবে।’

কঙ্গনা রানাউত,কেয়ারকে,কমল রাশিদ খান,Kamal Rashid Khan,KRK,Kangana Ranaut,Bollywood

কঙ্গনার এহেন মন্তব্য সামনে আসতেই রীতিমতো হৈ হৈ পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অপরদিকে  এমন দিন খুব কমই দেখা যায় যখন নিজেকে টুইট করা থেকে বিরত রাখেন কে আর কে-ও। গতকাল কন্ট্রোভার্সি ক্যুইন কঙ্গনা রানাওয়াতের মন্তব্য সামনে আসতেই আর সময় নষ্ট করেননি।

কঙ্গনা রানাউত,কেয়ারকে,কমল রাশিদ খান,Kamal Rashid Khan,KRK,Kangana Ranaut,Bollywood

তড়িঘড়ি টুইট করে কঙ্গনাকে কড়া আক্রমণ শানিয়ে  কেআরকে লিখেছেন ‘ কঙ্গনা রানাওয়াত বলিউডকে নর্দমা বলেছেন,এতে  আমার কোনও সমস্যা নেই। তবে আমি শুধু তাঁর কাছে জানতে চাই তিনি নিজে এই নর্দমার মধ্যে কী করছেন? এই নর্দমার পরিবর্তে তো তাঁর সুন্দর শহর মানালিতে বাস করা উচিত। জোর করে কঙ্গনার এই নর্দমায় থাকার কারণ কি?’

Kangana Ranaut KRK

এছাড়াও এদিন অপর একটি টুইটে নাম না করেই রাজ কুন্দ্রাকে কটাক্ষ করে কে আর কে বলেছেন ‘যদি কাওকে  পর্ণোগ্রাফি তৈরি করে সংসার চালাতে তাহলে তিনি  সবচেয়ে গরিব মানুষ।’ এছাড়াও বলিউড সম্পর্কে বিদ্রূপ করে অপর একটি টুইটে কে আর কে লিখেছেন, ‘তবে আমাদের  বলিউডও  কিন্তু অসাধারণ! দুনিয়া সব খারাপ জিনিস দিয়ে  সুসজ্জিত বলিউড!’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥