• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিতর্কিত মন্ত্যবের জের! অন্যের বদনাম করে এবার নিজেই শ্রীঘরে গেলেন KRK

বলিউডের স্বঘোষিত চিত্র সমালোচক তথা অভিনেতা কমাল রশিদ খান (Kamal Rashid Khan)। সবাই তাকে  কে আর কে (KRK) বলেই চেনেন। বলিউড ইন্ডাস্ট্রি হোক কিংবা নির্দিষ্ট কোনো অভিনেতা অভিনেত্রী হোক সকলের প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করাই তার কাজ। মূলত ব্যাক্তিগত আক্রোশ মেটাতেই এই ধরণের আচরণ করে থাকেন তিনি।

এইভাবে দিনের পর দিন বলিউড সেলিব্রেটিদের নিয়ে মাঝেমধ্যেই নানারকম বিতর্কিত মন্তব্য করেই শিরোনামে উঠে আসেন তিনি। আজই দু’বছর আগের অর্থাৎ ২০২০ সালের একটি বিতর্কিত টুইটের (Controvercial Tweet) জন্য তাকে আটক (Arrested) করেছে মালাড পুলিশ। জানা যাচ্ছে আজ সকালে মুম্বাই বিমানবন্দরে পা রাখা মাত্রই তাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে।

   

KRK

পুলিশ সূত্রে খবর আজই তাকে বোরিভালি কোর্টে নিয়ে যাওয়া হবে তাকে। জানা আছে দু’বছর আগে প্রয়াত দুই অভিনেতা ঋষি কাপুর এবং ইরফান খান সম্পর্কে একটি অবমাননাকার টুইট করেছিলেন তিনি। সে সময় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন যুবসেনা কোর কমিটির সদস্য রাহুল কানালা। পরবর্তীতে কেকের বিরুদ্ধে জারি করা হয় লুক আউট নোটিশ।

মৃত দুই অভিনেতা সম্পর্কে অবমাননা কর মন্তব্য করার জন্য ২৯৪ ধারা এবং আইপিসির অন্যান্য ধারায় গ্রেফতার করা হয়েছে তাকে। শুধু ঋষি কপূর কিংবা ইরফান নন,প্রায়ই টুইটারে একাধিক বলিউড অভিনেতাদের আক্রমণ করেন তিনি। আলিয়া ভাত,প্রিয়াঙ্কা চোপড়া,সালমান খান, শাহরুখ খান থেকে শুরু করে অনুষ্কা শর্মা বাদ নেই কেউই।

মাত্র দুদিন আগেই বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে নিয়েও একটি বিতর্কিত টুইট করে তিনি দাবি করেছিলেন বিরাটের  ডিপ্রেশনের জন্য় দায়ী অনুষ্কা ৷ তবে কেআরকে নিজের নামের পাশে চিত্র সমালোচক এবং অভিনেতা লিখলেও আসলে ‘গাঁয়ে মানে না আপনি মোড়ল’ গোছের অবস্থা তার। আসলে ফিল্মি কেরিয়ারে নিজে চূড়ান্ত ব্যর্থ হয়ে অন্যদের সম্পর্কে কেউ মন্ত্যব্য করে নিজের ব্যক্তিগত আক্রোশ মেটান তিনি।

নিজের অভিনয় জীবনে কেআরকে হিন্দি এবং ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত কয়েকটি সিনেমা হল ‘মুন্না পাণ্ডে বেরোজগার’, ‘দেশদ্রোহী’ ৷এছাড়া ‘এক ভিলেন’ ছবিতেও কাজ করেছিলেন তিনি ৷ তবে মুক্তির পর  বেশ হাসির খোরাক হয়েছিল তার ‘দেশদ্রোহী’ সিনেমা৷