• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমায় ক্ষমা করে দাও, আর করব না! সালমানের ছবির রিভিউয়ের জেরে জেল খেটে উল্টো সুর KRK’র গলায়

বলিউডের বিতর্কিত চলচ্চিত্র সমালোচক কেআরকে (KRK) এমন একজন ব্যক্তিত্ব যাকে নিয়ে চর্চা চলতেই থাকে। মাঝেমধ্যেই নিজের বিতর্কিত টুইটের জেরে সংবাদমাধ্যমের শিরোনামে চলে আসেন তিনি।জেল থেকে বেরিয়ে যেমন ফের একাধিক বলিউড (Bollywood) তারকাকে সমানে একহাত নিয়ে যাচ্ছেন কেআরকে। তবে এবার এসবের মাঝেই বি টাউনের ভাইজান সলমন খানের (Salman Khan) কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিলেন এই চলচ্চিত্র সমালোচক।

আসলে জেল থেকে বেরনোর পর কেআরকে দাবি করেছিলেন তিনি চক্রান্তের শিকার। বলিউডের বেশ কিছু ক্ষমতাশালী তারকা তাঁর বিরুদ্ধে চক্রান্ত করে তাঁকে জেলে পাঠিয়েছেন। তিনি নিশানা করেছিলেন সলমন এবং করণ জোহরকে।

   

Salman Khan and Karan Johar

কেআরকে বলেছিলেন তাঁর গ্রেফতারির পিছনে ‘হাত’ রয়েছে সলমনের। যা নিয়ে সেই সময় বিস্তর চর্চাও হয়েছিল। তবে এবার নিজের বক্তব্য থেকে সরে এসে সেই সলমনের কাছেই ক্ষমা চাইলেন তিনি। টুইট করে জানিয়ে দিলেন, তাঁর গ্রেফতারির সঙ্গে সলমন কোনও ভাবেই জড়িত নন। তিনি ভুল বুঝেছিলেন। পিছন থেকে আসল ‘খেলা’ অন্য কেউ খেলেছেন।

KRK

বি টাউনের এই বিতর্কিত সমালোচক টুইটারে লিখেছেন, ‘আমি সকল সংবাদমাধ্যমকে জানাতে চাই যে আমি যেমন ভেবেছিলাম, সলমন খানের হাত আমার গ্রেফতারির পিছনে নেই। পিছন থেকে অন্য কেউ খেলেছেন। ভাইজান সলমন খান আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। তোমায় ভুল বুঝেছি। আমি তোমায় কোনোভাবে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি নিজে থেকে ঠিক করেছি তোমার সিনেমার রিভিউ আর করব না’।

শুধু সলমন নন, কেআরকে ‘ক্লিনচিট’ দিয়েছেন করণ জোহরকেও। তিনি টুইটারে লিখেছেন, ‘অনেকে হয়তো এখনও ভাবেন আমার গ্রেফতারির পিছনে করণ জোহর রয়েছেন। তবে আমি আবারও বলছি আমার গ্রেফতারির সঙ্গে করণ জোহরের কোনও সম্পর্ক নেই। ধন্যবাদ’।

জানিয়ে রাখি, সলমন খানের সঙ্গে কেআরকে এর আগেও বেশ কয়েকবার আইনি বিবাদে জড়িয়েছেন। কিছু সময় আগেই এই অপমানজনক মন্তব্য করার জন্য এই বিতর্কিত চলচ্চিত্র সমালোচককে আইনি নোটিসও পাঠিয়েছিলেন ভাইজান। যদিও সেই বারও কেআরকে ভাইজানের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছিলেন।

site