• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রিভিউয়ের নামে বলিউডের মা মাসি উদ্ধার করেছেন! ‘লাল সিং চাড্ডা’ দিয়েই শেষ, সমালোচনা ছাড়ছেন KRK

Updated on:

KRK announces retiremt will review Lal Singh Chadda last

বলিউডের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র সমালোচকদের (Bollywood Reviewer) মধ্যে একজন হলেন কেআরকে (KRK)। তবে তিনি যেমন একাধারে জনপ্রিয়, তেমনই আবার বিতর্কিতও বটে। তবে এবার সেই বিতর্কিত চলচ্চিত্র সমালোচকই বলিউড থেকে অবসর (Retirement) গ্রহণ করলেন।

কেআরকে এমন একজন ব্যক্তিত্ব যিনি বলিউডের বড় বড় সুপারস্টারদেরও কোনোদিন ভয় পাননি। বলিপাড়ার বড় অভিনেতা থেকে শুরু করে পরিচালক হয়ে প্রযোজক, কেআরকে কাউকেই একহাত নিতে কোনোদিন ভয় পাননি। টুইটার থেকে শুরু করে নিজের ইউটিউব চ্যানেল- সবেতেই একাধিক বলিউড তারকাকে একহাত নিয়েছেন কেআরকে। বলিউডের অনেক তারকা তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপও নিয়েছেন।

KRK

এবার অবশ্য সেই জনপ্রিয় এবং বিতর্কিত চলচ্চিত্র সমালোচক সামাজিক মাধ্যমে নিজের অবসর গ্রহণের কথা ঘোষণা করলেন। মঙ্গলবার রাতে সেই কথা ঘোষণা করেছেন কেআরকে। তিনি টুইটারে লিখেছেন, ‘আশা করি বলিউডের সকল লোকেরা এটা জেনে খুশি হবেন যে লাল সিং চাড্ডা আমার রিভিউ করা শেষ ছবি হবে। গত ৯ বছর আমায় যারা সমর্থন করেছেন, তাঁদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই’।

শুধু এটুকুই নয়, কেআরকে এও লিখেছেন যে, তিনিই বলিউডের শেষ ‘খান সুপারস্টার’। কেআরকে লিখেছেন, ‘কেআরকে দ্য ব্র্যান্ড, বলিউডের শেষ খান সুপারস্টার। ভবিষ্যতে বলিউডে আর কোনও খান সুপারস্টার হবে না’।

কেআরকে জানিয়েছেন, ‘লাল সিং চাড্ডা’ তাঁর রিভিউ করা শেষ ছবি হবে। তবে জানিয়ে রাখা প্রয়োজন, তিনি কিন্তু আগেই জানিয়ে দিয়েছেন আমির খান অভিনীত এই সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়বে। চরম ফ্লপ হবে সিনেমাটি। শুধু এটুকুই নয়, এই ছবির মাধ্যমেই নাকি ‘মিস্টার পারফেকশনিস্ট’এর কেরিয়ার শেষ হবে বলেই জানিয়েছেন এই জনপ্রিয় চলচ্চিত্র সমালোচক।

বলিউডের এই সমালোচককে যেমন তাঁর চাঁচাছোলা ভঙ্গির কারণে অনেকে পছন্দ করতেন না। তেমনই আবার তিনি যেভাবে স্পষ্ট ভাষায় এবং বিনা ভয় পেয়ে বলিউড তারকাদের একহাত নিতেন, তা আবার অনেকের বিশেষ পছন্দের ছিল। তাই তিনিই এবার অবসর গ্রহণ করায় অনেকে বেশ কষ্টও পেয়েছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥