• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুন্দরী হলেও মিলছে না সুপুরুষ! ৩২ এও সিঙ্গেল কৃতি শ্যানন, রইল নায়িকার আক্ষেপের ভিডিও

Published on:

Kriti Sanon,Bollywood,Kriti Sanon boyfriend,entertainment,কৃতি শ্যানন,কৃতি শ্যানন বয়ফ্রেন্ড,বলিউড,বিনোদন

বলিউডের অন্যতম সুন্দরী নায়িকাদের মধ্যে একজন হলেন কৃতি শ্যানন (Kriti Sanon)। ‘হিরোপন্তি’ ছবি দিয়ে বলিউডে পা রাখার পর থেকে আর ঘুরে তাকাতে হয়নি নায়িকাকে। একের পর এক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি। স্ক্রিন শেয়ার করেছেন বলিউডের (Bollywood) প্রায় প্রত্যেক নামী নায়কের সঙ্গেই। সেই সুন্দরী কৃতি ৩২ বছর বয়সেও কেন সিঙ্গেল? সম্প্রতি এই নিয়ে মুখ খুলেছেন নায়িকা।

কৃতি সম্প্রতি ফিল্মফেয়ার কর্তৃক সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। ‘মিমি’ ছবির জন্য সেই পুরস্কার পেয়েছেন তিনি। সেই অনুষ্ঠান মঞ্চেই সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময়ই ‘সিঙ্গেল’ থাকার বিষয়ে মুখ খোলেন কৃতি।

Kriti Sanon

‘হিরোপন্তি’, ‘দিলওয়ালে’, ‘মিমি’ খ্যাত নায়িকাকে জিজ্ঞেস করা হয়, ফিল্ম ইন্ডাস্ট্রির কাকে তাঁর সঙ্গে ডেট হিসেবে ফিল্মফেয়ার রেড কার্পেটে চাইতেন তিনি। জবাবে সঙ্গে সঙ্গে কৃতি বলেন, ‘আমিও কামনা করি আমার জীবনে এমন কেউ থাকত। কিন্তু থাকলে সে নিশ্চয়ই এখানে থাকত’।

Kriti Sanon

বলি সুন্দরীর সংযোজন, ‘আমি সত্যিই জানি না। এখন কে সিঙ্গেল রয়েছে? খুব কঠিন প্রশ্ন। সত্যি কথা বলতে আমি বলতে পারবই না। এখন কোনও সিঙ্গেল ছেলেই নেই’। সুন্দরী কৃতির মুখে বয়ফ্রেন্ড খুঁজে না পাওয়ার কথা শুনে বেশ অবাকই হয়েছেন নেটিজেনরা। কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, এই জন্যই কি তবে ৩২ বছর হয়ে গেলেও বিয়ের পিঁড়িতে বসেননি নায়িকা?

 

View this post on Instagram

 

A post shared by Kriti (@kritisanon)

তবে বয়ফ্রেন্ড না থাকলেও, এই মুহূর্তে নিজের জীবন চুটিয়ে উপভোগ করছেন কৃতি। ফিল্মফেয়ার পুরস্কার পাওয়ার পর সেই খুশি আরও দ্বিগুণ হয়ে গিয়েছে। কৃতি তো আবার অ্যাওয়ার্ড পাওয়ার পর সেটিকে নিয়েও শুতেও চলে গিয়েছিলেন।

বালিশের ওপর অ্যাওয়ার্ড রেখে তার পাশে হাসি মুখে শুয়েছিলেন কৃতি। সেই ভিডিও শেয়ার করে নায়িকা লেখেন, ‘আমি আজ একা শুচ্ছি না! আমার হৃদয় আনন্দে ভরে গিয়েছে। #কৃতজ্ঞ। দ্য ব্ল্যাক লেডি অবশেষে এসে গিয়েছে। ধন্যবাদ ফিল্মফেয়ার এই পুরস্কারের জন্য এবং আমার স্বপ্ন সত্যি করার জন্য’। এরপর ‘মিমি’ ছবির সকল কলাকুশলী, নিজের বাবা, মা এবং বোনকে ধন্যবাদ জানিয়েছেন কৃতি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥