• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রতিভার দাম নেই! কৃতি শ্যাননের বদলে নেওয়া হয়েছে আলিয়াকে, বিস্ফোরক সত্যি ফাঁস করলেন অভিনেত্রী

Updated on:

7 Movies Kriti Shanon lost to Alia Bhatt

‘হিরোপন্তি’ ছবি দিয়ে বলিউড ডেবিউ হয়েছিল সুন্দরী কৃতি শ্যাননের (Kriti Sanon)। এরপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে বলিপাড়ার এই সুন্দরী নায়িকাকেও নেপোটিজমের কাছে হার মানতে হয়েছে! প্রতিভা থাকা সত্ত্বেও সুযোগ পাননি কৃতি।

সম্প্রতি করণ জোহর (Karan Johar) সঞ্চালিত ‘কফি উইথ করণ’এ অতিথি হিসেবে গিয়েছিলেন বি টাউনের এই সুন্দরী নায়িকা। সঙ্গে ছিলেন তাঁর ‘হিরোপন্তি’ কো-স্টার টাইগার শ্রফ। সেখানেই কৃতি ফাঁস করেছেন কেরিয়ারের শুরুতে আলিয়া ভাট অভিনীত একটি ছবির অডিশন দিয়েও সুযোগ না পাওয়ার কথা।

Kriti Sanon

‘কফি উইথ করণ’ মানেই সেখানে যে বলিউডের এবং বলিউড তারকাদের বিষয়ে একাধিক অজানা সংবাদ জানা যাবে, তা একপ্রকার নিশ্চিত। বহু তারকা এখানে প্রচুর চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। এবার সেই তালিকায় নাম তুললেন কৃতিও। বলিউডের এই সুন্দরী অভিনেত্রী কোন ছবির জন্য অডিশন দিয়েও সুযোগ পাননি জানেন?

করণ জোহরের শেয়ার করা প্রোমোয় দেখা যাচ্ছে, তিনি কৃতিকে জিজ্ঞেস করছেন, ‘হিরোপন্তির আগে কোনও ছবির অডিশন দিয়ে রিজেক্ট হয়েছেন?’ জবাবে কৃতি বলেন, ‘তুমি জানো আসলে আমার প্রথম অডিশন ছিল স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবির জন্য’। শোনামাত্রই করণ বলে ওঠেন, ‘উপস!’

 

View this post on Instagram

 

A post shared by Karan Johar (@karanjohar)

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ (Student of the year) ছবির পরিচালনা করেছিলেন করণ জোহর। এই ছবির মাধ্যমেই বলিউড ডেবিউ হয়েছিল বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মলহোত্রা এবং আলিয়া ভাটের। মহেশ ভাটের কন্যা অভিনীত ‘সানায়া’ চরিত্রটির জন্যই অডিশন দিয়েছিলেন কৃতিও। কিন্তু অভিনেত্রী সুযোগ পাননি। এরপর ২০১৪ সালে ‘হিরোপন্তি’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি।

Student of the year

তবে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’এ কৃতিকে না নিলেও ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাস্ট স্টোরিজ’এ কিয়ারা আডবানী অভিনীত চরিত্রটির অফার তাঁকে দিয়েছিলেন করণ। ‘কফি উইথ করণ’এর শেষ এপিসোডে ধর্মা প্রোডাকশনের কর্ণধার বলেন, ‘আমি এই চরিত্রটির প্রস্তাব কৃতি শ্যাননকে দিয়েছিলাম। ও বলেছিল, ওঁর মা মানবে না’।

Kriti Sanon

বলিউডের অন্যতম নামী অভিনেত্রী কৃতিকে শেষ দেখা গিয়েছিল, অক্ষয় কুমার অভিনীত ‘বচ্চন পাণ্ডে’ ছবিতে। এরপর তাঁকে দেখা যাবে, ‘ভেড়িয়া’, ‘আদিপুরুষ’ এবং ‘গণপত’ সিনেমায়। ২০১৪ সালের পর ফের ‘গণপত’এর মাধ্যমে বড়পর্দায় কামব্যাক করবে টাইগার শ্রফ-কৃতি শ্যানন জুটি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥