বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে সুন্দরী অভিনেত্রীদের সংখ্যা নেহাত কম নয়। অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে বছরের পর আসছে একের পর এক সুন্দরী অভিনেত্রী।তাই কত সুন্দরীই তো এল আর গেল। তবে বলিউডের ‘ধক ধক’ গার্লের সৌন্দর্য্যের সামনে আজও ফিকে বলিউডের সেরা সুন্দরীরা। তাঁর কাছে বরাবরই বয়স একটি সংখ্যা মাত্র।
মাধুরী দীক্ষিতের (Madhuri Dixit) মতো এভারগ্রীন (Evergreen) অভিনেত্রী আর কেউ নেই বললেই চলে ।তাঁর রূপের জাদুতে মুগ্ধ গোটা দুনিয়া। দীর্ঘ অভিনয় জীবনে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে অনুরাগীদের মন জয় করে চলেছেন বলিউডের এই ’এজলেস বিউটি’। সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলেই সকলেই ডাইহার্ট ফ্যান মাধুরী দীক্ষিতের।
মাধুরী ফ্যানদের এই তালিকায় রয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন (Kriti Sanon)-ও। গত সপ্তাহেই অর্থাৎ ২৫ নভেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছে কৃতি শ্যানন এবং বরুন ধাওয়ান (Varun Dhawan) অভিনীত সিনেমা ‘ভেড়িয়া’ (Bhediya)। এখন জোরকদমে চলছে বরুন -কৃতি অভিনীত এই সিনেমার প্রচারের কাজ।
সম্প্রতি কালার্স টিভির জনপ্রিয় রিয়ালিটি শো ‘ঝলক দিখ লাজা’র সিজেন ১০-এর মঞ্চে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন বরুন ধাওয়ান এবং কৃতি শ্যানন। সেখানেই বলিউডের ডান্সিং কুইন মাধুরী দীক্ষিতের সাথে মঞ্চ ভাগ করে নেওয়ার সুযোগ পান বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। স্বয়ং মাধুরী দীক্ষিতের সাথে তার সুপার হিট গান ‘বড়ি মুসকিল বাবা, বড়ি মুশকিল’ গানে জমির নাচ (Dance) করতে দেখা যায় কৃতিকে।
View this post on Instagram
মাধুরী দীক্ষিতের সাথে তাঁরই জনপ্রিয় গানে নাচ করার সেই ভিডিও নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে শেয়ার করে নিয়ে কৃতি লিখেছেন ‘একমাত্র মহিলা যার জন্য আমার মন ধক ধক করে। তার সাথে নাচ করতে পারা আমার কাছে স্বর্গীয় একটা অনুভূতি। কারণ তাকে দেখে প্রথম নাচের স্টেপ শিখেছিলাম আমি। সবশেষে কৃতি লিখেছেন ‘মাধুরি ম্যাম তোমার মত কেউ নেই’।