• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘সাড্ডা কুত্তায়’ তুমুল ঝগড়া ‘কৃষ্ণকলি’র নিখিল শ্যামার, ঢাক বাজালেন দেব! তুমুল ভাইরাল ভিডিও

Published on:

krishnakoli

জি বাংলার (Zee bangla) সিরিয়াল ‘কৃষ্ণকলি’র (Krishnakoli) জনপ্রিয়তা ক্রমেই বেড়ে চলেছে। দর্শকদের প্রিয় জুটি শ্যামা এবং নিখিলের সম্পর্কে চলছে  বেজায় টানাপোড়েন। অন্যদিকে যশরাজ মুখাতের (Yashraj mukhate) হাত ধরে এখন সোশ্যাল মিডিয়াতে কার্যত ট্রেন্ডিং বিগবস ১৩ (Bigboss 13)-এ শেহনাজ গিলের জনপ্রিয় সংলাপ , “তোয়াড্ডা কুত্তা কুত্তা, সাড্ডা কুত্তা টমি”।

krishnakoli

সঙ্গীতশিল্পী যশরাজ মুখাতে এই ধরণের জনপ্রিয় ডায়লগ নিয়ে রর্যাপ বানান। এবার তার তৈরী ‘সাড্ডা কুত্তা’র মিউজিক ঢুকে পড়ল শ্যামা নিখিলের ঝগড়ায়৷ ভিডিওতে দেখা যাচ্ছে, শ্যামা নিখিলকে বলছে ‘কী করব আমি মরে যাব? আমার কোনো অনুভূতি নেই? সব আবেগ শুধু তোমার আছে?”, এই ঝগড়ার তালে তালে ঢাক বাজিয়েছেন স্বয়ং দেব। কুকুরের ডাক ডেকেছেন নিখিল ওরফে নীল ভট্টাচার্য।

krishnakoli

এই ভিডিও দেখে হেসে লুটোপুটি যাচ্ছেন নেটবাসী। আসল ব্যাপারটা হল সবই রাজ কুমার বিশ্বাস নামক এক এডিটরের কীর্তি। তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় এডিটিং-এর দৌলতেই। এবার শ্যামার মুখে ‘সাড্ডা কুত্তা’ বসিয়ে তিনি মন জিতে নিয়েছেন অসংখ্য নেটবাসীর। এই ভিডিওতে তিনি ট্যাগ করেছেন নীল ভট্টাচার্য (neel Bhattacharya) এবং তিয়াসা রায় (Tiyasha roy) কেও। নীল সাথে সাথেই এই ভিডিও শেয়ার করেন নিজের ইন্সটা হ্যান্ডেল থেকে। তিয়াশা সহ অন্যান্য অভিনেত্রীরাও প্রায় হেসে গড়াচ্ছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥