• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টিআরপি দৌড়ে ছক্কা হাঁকাল শ্যামা! রানী রাসমণি ও গুনগুনকে টেক্কা দিয়ে টপে কৃষ্ণকলি

বাঙালি বাড়িতে সিরিয়াল (Serial) চলবে না এ আবার হয় নাকি! বাংলা সিরিয়ালে তো বাঙালির রোজকার জীবনের কাহিনীগুলোই তুলে ধরার চেষ্টা করা হয়। সন্ধ্যে হলে বাড়ির টিভির সামনে হাজির হয় পড়েন মেয়ে বউরা। এনকি অনেক পুরুষেরাও কাজের শেষে বাড়ি ফিরে সিরিয়ালে মত্ত হয় পড়েন। তারপর আর কি! এক মনে সিরিয়াল আত্মস্থ করতে লেগে পরে বাঙালি। টিভিতে একটা দুটো নয় অনেক সিরিয়াল রয়েছে। কেউ ‘রানী রাসমণি (Rani Rashmoni)’ তো কেউ ‘কৃষ্ণকলি (Krishnakoli) ‘ দেখেন। কেউ  আবার ‘খুড়কুটো (Kharkuto)’ তো কেউ আবার ‘মোহর (Mohor)’ দেখেন।

অনেকেই একাধিক সিরিয়াল দেখতে অভ্যস্ত, এক একটি সিরিয়ালে এক এক ধরণের গল্প। আর কোন সিরিয়ালের দর্শক কতটা বাড়ল কোন সিরিয়াল হল বেশি পুপলার এই নিয়ে যুদ্ধ লেগেই থাকে চ্যানেলগুলির মধ্যে। আর এই যুদ্ধের ফলাফল আসে টিআরপি রেটিং এর মাধ্যমে। সবচেয়ে জনপ্রিয়  সিরিয়ালের খেতাব কার কাছে উঠবে সেই নিয়েই চলে যুদ্ধ। এই সপ্তাহে এক তো অন্য সপ্তাহে আরেক, সিরিয়ালের কাহিনীর মত টিআরপি নিয়েও উঠানামা চলে সর্বদাই।

   

কৃষ্ণকলি সিরিয়াল টিআরপি Krishnakoli Top in TRP

আর সপ্তাহের শেষে দর্শকদের মতানুযায়ী প্রকাশ হয় টিআরপি। এই টিআরপি যুদ্ধে একেবারে প্রথম সারির সিরিয়াল হল কৃষ্ণকলি, খুড়কুটো, রানী রাসমণি ইত্যাদি। আসুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপিতে কে কাকে টেক্কা দিল। এসপ্তাহে জি বাংলার সিরিয়াল কৃষ্ণকলি ছক্কা হাঁকিয়েছে টিআরপি ম্যাচে। রানী রাসমণি আর গুনগুনকে পিছনে ফেলে ১১.৭ রেটিং এর সাথে দ্বিতীয়বার টিআরপিতে সবার ওপরে রয়েছে শ্যামা অর্থাৎ কৃষ্ণকলি সিরিয়াল।

কৃষ্ণকলি সিরিয়াল টিআরপি Krishnakoli Top in TRP

আসুন এক নজরে দেখে নেওয়া যাক বাকি সিরিয়ালের টিআরপি রেটিং গুলি:

খুড়কুটো – ১০.৭

যুমনা ঢাকি – ১০.৩

রানী রাসমণি – ১০.২

মোহর – ১০

খেলাঘর – ৯.১

শ্রীময়ী – ৮.৫

জীবনসাথী – ৮.১

সাঁঝের বাতি – ৭.৮

তিতলি – ৭.৭

এছাড়াও আরো অনেক সিরিয়াল রয়েছে যাদের মধ্যে নতুন আরম্ভ হওয়া সিরিয়াল গঙ্গারাম ৬.৭ রেটিং পেয়েছে। ফিরকি  সিরিয়াল পেয়েছে ৬.০ পয়েন্ট ও কি করে বলবো তোমায়  পেয়েছে ৫.০ পয়েন্ট। আর সৌদামিনীর সংসার, পান্ডব গোয়েন্দা, প্রথমা কাদম্বিনী সিরিয়ালগুলি যথাক্রমে ৩.৮,২.৫,২.৪ পয়েন্ট পেয়েছে।