• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জামা ধরে টানতেই ‘কৃষ্ণকলি’-র শ্যামাকে মারতে গেল নিখিল! ভিডিও ভাইরাল হতেই প্রশ্ন দর্শক মনে

Published on:

krishnakoli nikhil shyama reel video,krishnakoli,bengali serial,neel bhattacharya,tiasha roy,কৃষ্ণকলি,নিখিল,শ্যামা,নীল ভট্টাচার্য,তিয়াশা রায়

বাঙালির প্রিয় সিরিয়ালের তালিকায় দীর্ঘদিন ধরেই নিজের জায়গা করে নিয়েছে কৃষ্ণকলি (Krishnakoli) সিরিয়ালটি। সিরিয়ালে শ্যামা আর নিখিলের জুটি কিন্তু বেশ পছন্দ দর্শকদের । তাছাড়া সিরিয়ালে দুজনের দুজনের প্রতি ভালোবাসাকে দারুন সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। মাঝে শ্যামার থেকে আলাদা হয়ে গেলেও শ্যামা কে মেয়ে কৃষ্ণা সহ ফিরে পেয়েছে নিখিল।

আগেই বলেছি সিরিয়ালের শ্যামা ও নিখিলের জুটি বেশ জনপ্রিয় । তাই নিখিল অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) ও শ্যামা অভিনেত্রী তিয়াশারও জনপ্রিয়তাও বাস্তবে সোশ্যাল মিডিয়াতে কোনো অংশে কম নয়। লক্ষাধিক অনুগামী রয়েছে অভিনেতা নীলের। আর অনুগামীদের জন্য মাঝে মধ্যেই নানান ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি। যা ভাইরাল হতে খুব বেশী সময়ও লাগে না।

কৃষ্ণকলি সিরিয়াল টিআরপি Krishnakoli Top in TRP

সম্প্রতি একটি রিল ভিডিও শেয়ার করেছেন নীল ভট্টাচার্যের একটি ফ্যান পেজের তরফ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যাতে রাস্তার মধ্যে হাঁটতে দেখা যাচ্ছে কৃষ্ণকলির শ্যামা ও নিখিলকে।
কিন্তু মুশকিল হল ভিডিওতে নিখিলের জামার কলার ধরে টানতেই শ্যামা কে মারতে তেড়ে এল নিখিল।

krishnakoli nikhil shyama reel video,krishnakoli,bengali serial,neel bhattacharya,tiasha roy,কৃষ্ণকলি,নিখিল,শ্যামা,নীল ভট্টাচার্য,তিয়াশা রায়

যদিও গোটা ব্যাপারটাই কিন্তু আসল না। একটি গ্রিল ভিডিও বানাতে গিয়ে মজা করি এই ধরনের ভিডিওটি বাড়ানো হয়েছে। আর তার থেকেও বড় কথা ভিডিওটি সম্প্রতি বানানো কোন ভিডিও নয় । এটি আসলে একটি পুরনো ভিডিও যেটি নীল ব্যানার্জির ইনস্টাগ্রাম ফ্যানপেজের তরফ থেকে শেয়ার করা হয়েছে।

 

ভিডিওটি ইতিমধ্যেই ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। অনেকেই ভিডিওটিতে লাইক করেছেন এবং নিজেদের মন্তব্য করেছেন কমেন্ট বক্সে। তবে ভিডিওতে সে আমাকে মারতে যাওয়ার জন্য নিখিলের যে ভঙ্গী সেটা কিন্তু একেবারেই নাটকীয়। বাস্তবে কিন্তু এমন কিছুই হয়নি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥