বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক ছিল ‘কৃষ্ণকলি’ (Krishnakoli)। ধারাবাহিকটি শেষ হয়েছে বেশ অনেকটা সময় হয়ে গিয়েছে। কিন্তু এখনও দর্শকরা নায়িকা শ্যামার চরিত্রে অভিনেত্রী তিয়াশা লেপচাকে (Tiyasha Lepcha) বেশ মিস করেন। আসল নামের চেয়ে পর্দার নামেই দর্শকদের কাছে বেশি জনপ্রিয় তিনি। শীঘ্রই স্টার জলসার ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকের হাত ধরে দর্শকদের মন জয় করতে আসছেন অভিনেত্রী।
ছোটপর্দার শ্যামা অর্থাৎ অভিনেত্রী তিয়াশার বাড়ি বনগাঁয়। তাঁর শ্বশুরবাড়ি গোবরডাঙায়। সেখানকারই এক কলেজে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছিলেন অভিনেত্রী। এরপর থিয়েটার করার সময় তাঁর আলাপ হয় সুবান রায়ের সঙ্গে। এরপর বিয়ে করেন দু’জনে। আর তারপর চুটিয়ে সংসার।
সুবানের সঙ্গে বিয়ের ৬ বছর পর তিয়াশা সুযোগ অভিনয় দুনিয়ায়। ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় পা রাখেন তিনি। শ্যামার চরিত্রে অভিনয় করে দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন তিয়াশা। শুরু থেকেই টিআরপি তালিকাতেও শীর্ষে ছিল এই সিরিয়ালটি।
‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে নিজের দুর্দান্ত অভিনয় প্রতিভার মাধ্য়মে দর্শকদের মনে শুরু থেকে জায়গা করে নিয়েছিলেন তিয়াশা। আর এখন তো তিনি বাংলার ঘরের মেয়ে হয়ে গিয়েছেন। তবে যে মেয়ের এত ভালো অভিনয় ক্ষমতা, সেই নাকি কোনোদিন চাননি অভিনেত্রী হতে। এমনকি ছেলেবেলায় অভিনয়ের কথা শুনলেই নাকি রেগে যেতেন তিয়াশা।
বিনদিন দুনিয়ায় পা রাখার আগে অভিনয় জগত নিয়ে ভিন্ন ধারণা ছিল তিয়াশার। কিন্তু ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে সুযোগ পাওয়ার পর বদলে গিয়েছে তাঁর সেই পুরনো দৃষ্টিভঙ্গি। অভিনেত্রীর গলায় এখন অন্য সুর।
তিয়াশার মতে, অভিনয় জগত আসলে বেশ মজার। ‘কৃষ্ণকলি’র সেটে সারাদিন হাসি মজা করেই কাটিয়ে ফেলতেন তিনি। মনে যদি কোনও দুঃখও থাকে তাহলেও অভিনয় সেটে গিয়ে হাসতেই হবে। আর সেই জন্য অভিনয়ের জন্য নিজের পড়াশোনাও বন্ধ রাখার কথা বলেছিলেন ছোটপর্দার শ্যামা ওরফে তিয়াশা।