• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গায়ের কালো রঙ উধাও! স্পোর্টস ব্রা পরে জিমে ঘাম ঝরাচ্ছেন ‘কৃষ্ণকলি’, হট ভিডিও ভাইরাল

কিছুদিন আগে পর্যন্তও TRP তালিকায় উপরের দিকেই থাকত জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’ (Krishnakoli)। ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করে বাঙালির ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন অভিনেত্রী তিয়াশা রায় (Tiyasha Roy)। প্রথম সিরিয়াল থেকেই বিপুল জনপ্রিয়তা পেয়ে শ্যামা অভিনেত্রী তিয়াশা রায়।

এখন বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত নাম। জি বাংলার পর্দায় সদ্য শেষ হয়েছে কৃষ্ণকলি সিরিয়ালের যাত্রা। তবে সিরিয়াল শেষ হলেও ব্যস্ততা কমেনি অভিনেত্রীর। এরইমধ্যে কিছুদিনের জন্য জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘রান্নাঘর’-এর সঞ্চালনার দায়িত্ব নিয়েছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় দুর্দান্ত সক্রিয় তিনি। মাঝেমধ্যেই নিজের রিল ভিডিও, নানান ছবি পোস্ট করে থাকেন অভিনেত্রী। পর্দার শ্যামা আর বাস্তবের শ্যামা অর্থাৎ তিয়াশার মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য তা জানতে বাকি নেই তার অনুরাগীদের।

   

Krishnakoli Actress Tiasha Roy on vacation

সিরিয়াল শেষের পর তার শাড়ি পরাও ঘুচে গিয়েছে। গায়ের রঙ তো তার ধবধবে। সম্প্রতি ছুটিও কাটিয়ে ফিরেছেন তিয়াশা। এবার ফিরে এসেই শরীর চর্চায় মন দিয়েছেন তিনি। তিয়াশার মারকাটারি ফিগারের আসল রহস্য এবার উন্মোচন হল। নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তার শরীর চর্চার ভিডিও।

tiyasha roy,krishnakoli,gym video,shyama

এদিন স্পোর্টসব্রা পরে একেবারে হট লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী৷ জিমে গিয়ে ঘাম ও ঝরিয়েছেন তিয়াশা। ট্রেডমিল, ল্যাট পুলিং ডাউন, থেকে শুরু করে বক্সিং ব্যাগ সবকিছুতেই তিনি এখন অপ্রতিরোধ্য। তার এই হট ভিডিও নিমেষে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, আর ভাইরালও হয়েছে। অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাদের নতুন লুকের শ্যামাকে।

tiyasha roy,krishnakoli,gym video,shyama

প্রসঙ্গত, ৩ বছর ৭ মাসের যাত্রা শেষে শ্যামা অভিনেত্রী তিয়াসাও এখন ওতোপ্রোতো ভাবে জড়িয়ে গিয়েছেন এই চরিত্রের সাথে। তাই সিরিয়াল শেষ হয়ে গেলেও আর শ্যামা সাজতে না পারার আফশোস থেকে গিয়েছে অভিনেত্রীর। এদিন কথায় কথায় অভিনেত্রী সেটাই জানালেন দিদি নং ওয়ানের সঞ্চালিকা রচনা বন্দোপাধ্যায় কে।

 

 

View this post on Instagram

 

A post shared by Tiyasha Roy (@tiyasharoyofficial)