বাঙালির প্রিয় সিরিয়ালের মধ্যে একটি ছিল ‘কৃষ্ণকলি (Krishnakoli)’। কিছুদিন আগেই শেষ হয়ে গিয়েছে কৃষ্ণকলি সিরিয়াল। সিরিয়ালের মূল কৃষ্ণকলির চরিত্রে অভিনয় করতেন অভিনেত্রী তিয়াশা রায় (Tiasha Roy)। নিজের দুর্দান্ত অভিনয়ের জেরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও লক্ষাধিক অনুগামী হয়ে গিয়েছে তাঁর। আর সেখানে মাঝে মধ্যেই নানান ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি।
ইনস্টাগ্রামে মাঝে মধ্যেই ট্রেন্ডিং গানে রিল ভিডিও বানিয়ে নাচতে দেখা যায় কৃষ্ণকলি অভিনেত্রীকে। আর সম্প্রতি একটু দেরিতে হলেও ভুবন বাদ্যকরের গাওয়া ট্রেন্ডিং ‘কাঁচা বাদাম (Kacha Badam)’ গানে নেচে ভিডিও শেয়ার করেছেন তিয়াশা। শাড়ি ব্লাউজ নয় বরং নীল গোলাপি স্ট্রাইপ ব্লাউজ আর ধুতির স্টাইলে সবুজ রঙের প্যান্ট পরেই নাচতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
তিয়াশার এই ‘কাঁচা বাদাম’ গানে নাচের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। হাজারো অনুগামীরা ভিডিও দকেহে লাইকের বন্যা বইয়ে দিয়েছেন। সাথে এমন সুন্দর একখানা নাচের ভিডিও উপহার দেবার জন্য ধন্যবাদ জানিয়ে প্রশংসাও করেছেন।
View this post on Instagram
প্রসঙ্গত, কৃষ্ণকলি শেষ হলেও ছোটপর্দায় ইতিমধ্যেই ফিরে গিয়েছেন তিয়াশা। জি বাংলার রান্নাঘর পোগ্রামের সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে তাকে। এর আগে অভিনেত্রী সুদীপা চ্যাটার্জীকে দেখা জেট এই শোয়ের সঞ্চালনার দায়িত্বে। তবে সুদীপা চ্যাটার্জী বর্তমানে কিছুদিনের জন্য রান্নাঘর থেকে বিরতি নিয়েছেন। তাই আপাতত সুদীপার জায়গা সামলাবেন তিয়াশা।
আগামী ২৬শে জানুয়ারি থেকেই ঠিক বিকেল সাড়ে ৪টায় জি বাংলার পর্দায় এবার থেকে তাকে সঞ্চালিকা হিসেবে দেখা যাবে তাকে ,এমনটাই জানিয়েছেন তিয়াশা । পাশাপাশি অনুরাগীদের তিনি অনুরোধ করেছেন তার সাথে থাকার জন্য। যদিও অনেকেরই মনে প্রশ্ন জেগেছে তাহলে কি সুদীপা চ্যাটার্জী শো ছেড়ে দিলেন? এই প্রশ্নের উত্তর আপাতত সঠিকভাবে জানা যায়নি। তবে বিরতি নিয়েছেন এটা বোঝাই যাচ্ছে।