• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দুধের মত গায়ের রঙ! ডেনিম জ্যাকেট আর জিন্সে তুমুল ভাইরাল কৃষ্ণকলির ‘শ্যামা’

Published on:

Krishnakoli Tiyasha roy

টিআরপি (TRP)- এর দৌড়ে তরতর করে এগোচ্ছে জনপ্রিয় ধারাবাহিক কৃষ্ণকলি (Krishnakoli)। ধীরে ধীরে দর্শকমনে আরও গভীর জায়গা করে নিচ্ছে জি বাংলা (Zee Bangla) -এর এই ধারাবাহিক। ধারাবাহিকের প্রধান দুই চরিত্র নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং তিয়াশা রায়ের (Tiyasha Roy) ব্যক্তিগত জীবন নিয়েও কৌতুহলের শেষ নেই দর্শক-কূলের।

কৃষ্ণকলি সিরিয়াল টিআরপি Krishnakoli Top in TRP

কৃষ্ণকলি ধারাবাহিকে অভিনেত্রীর অভিনয়ে দর্শকরা একেবারে মুগ্ধ। ধারাবাহিকে শ্যামার গায়ের রং বেশ কালো কিন্তু রয়েছে অসাধারণ গানের গলা, সেই গলায় কীর্তন দর্শকদের বেশ পছন্দ। আর পাঁচটা সংসারের মত জীবনের সাংসারিক অশান্তি সমস্যা কাটিয়ে কিভাবে জিতবে শ্যামা সেটাই হল কৃষ্ণকলির মূল গল্পের বিষয়।

Krishnakoli কৃষ্ণকলি

কিন্তু ধারাবাহিকের ‘শ্যামা’ আর বাস্তব জীবনের শ্যামা ওরফে তিয়াশাকে দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। তিয়াশা সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়, মাঝে মধ্যেই নিজের ফটোশুটের ছবি শেয়ার করেন ভক্তদের সাথে। সোশ্যাল মিডিয়াতে দেখলে বোঝাই যাবে আসল জীবনে মোটেও কালো নয় শ্যামা। বরং বেশ সুন্দরী তিনি।

কৃষ্ণকলি সিরিয়াল টিআরপি Krishnakoli Top in TRP Tiyasha Roy

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সম্পূর্ণ অন্য লুকে ধরা দিয়েছেন তিয়াশা। কাঁধ অবধি ট্রেন্ডি স্টাইলে কাটা ছোট চুল, লাল লিপস্টিক, ডেনিম জ্যাকেট আর জিন্সে শ্যামাকে চেনাই দায়। এই ছবি দেখে অনেকেই রীতিমত অবাক!

কৃষ্ণকলি সিরিয়াল টিআরপি Krishnakoli Top in TRP Tiyasha Roy

এই ছবি শেয়ার করে তিয়াশা ক্যাপশনে লিখেছেন, ‘খুশিই হল কর্তব্যের আসল ফুল’, তার এই ছবি শেয়ার করা মাত্রই নিমেষে ভাইরাল হয়েছে। আর কমেন্ট বক্স তার রূপের প্রশংসায় উপচে পড়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥