গোটা বাংলা জুড়ে এখন একটাই টপিক তা হল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখার্জির সম্পর্কের রসায়ন আর নোট গণনা। রাজ্যের মন্ত্রীর সাথে অল্প বয়সী একজন মডেলের সম্পর্ক ঘিরে তোলপাড় গোটা বাংলা। সোশ্যাল মিডিয়া থেকে খবরের চ্যানেল সর্বত্র ছয়লাপ এই এক খবরে। বুধবার রাত থেকেই হঠাৎ করে খবরে উঠে আসেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য (Sritama Bhattcharya)।
যদিও ছোটপর্দার দর্শকদের কাছে আজও তিনি ঝিলিক নামেই বেশি পরিচিত। তার সাথে মদন মিত্রের একটি ছবি ঘিরে শুরু হয় ব্যাপক আলোচনা। কেউ কেউ তাদের সাথে তুলনা টানেন পার্থ-অর্পিতার আবার অনেকে টেনে আনেন শোভন বৈশাখীর প্রসঙ্গও। আসলে শ্রীতমা আকাশ আট চ্যানেলের একটি কুকরি শোএর সঞ্চালক। কিছুদিন আগেই তার এই শোতে হাজির হয়েছিলেন বাংলার শাসকদলের অন্যতম ‘কালারফুল বয়’ নামে পরিচিত মদন মিত্র (Madan Mitra)।
সেখানেই তাদের একসাথে একটি ছবি তুলতে দেখা গিয়েছিল। সেই ছবিই সম্প্রতি ভাইরাল হয়ে পড়েছে ঝড়ের বেগে। প্রসঙ্গত শ্রীতমা ছাড়াও মদন মিত্রের আরও এক ঘনিষ্ঠ বান্ধবি হলেন অভিনেত্রী তিয়াসা লেপচা। মদন মিত্রের সাথে ইতিপূর্বে একাধিক বার নজরে এসেছেন বাংলা টেলিভিশন জগতের ‘কৃষ্ণকলি’ (Krishnakali) অর্থাৎ অভিনেত্রী তিয়াসা (Tiyasa)।
যার ফলে তাদের নিয়েও শুরু হতে থাকে চর্চা। সম্প্রতি এই বিষয়েই আনন্দবাজার অনলাইনে খুলেছিলেন নায়িকা। এই ধরনের কথা উঠতেই একেবারে কড়া ভাষায় অভিনেত্রীর জবাব ‘মদন দার পাশে নায়িকা মানেই খবর’। এরপরেই অভিনেত্রী বক্তব্য এখনকার সমাজে দুজন পুরুষের সম্পর্ক মান্যতা পেয়েছে আগেই। তাহলে দুজন পুরুষ যদি পাশাপাশি দাঁড়িয়ে ছবি তোলেন এবং তাদের মধ্যে যদি ভালো সম্পর্ক থাকে তাহলে সেই নিয়েও কি কথা হবে? এমনটাই প্রশ্ন তুলেছেন অভিনেত্রী।
সেই সাথে অভিনেত্রীর কথায় তার শুধুমাত্র পার্থ অর্পিতাকে দেখেই আর সবাইকে ওই একই ক্যাটাগরিতে ফেলা কিন্তু ঠিক নয়। অভিনেত্রীর কথায় তিনি নিজে যেমন মদন মিত্রকে সম্মান করেন। অপরদিকে মদন মিত্রও নাকি তার প্রতি পাল্টা সম্মান ও শ্রদ্ধা ফিরিয়ে দেন। প্রসঙ্গত কিছুদিন আগেই অভিনেতা সুবানের সাথে বিচ্ছেদ হয়েছে তিয়াসার। অথচ একসময় এই সুবানের হাত ধরেই মদন মিত্রের সাথে পরিচয় হয়েছিল তিয়াসার।তাই প্রশ্ন উঠছে মদন মিত্রের সাথে ঘনিষ্ঠতাই কি তার সাথে সুবনের সম্পর্কে চীড় ধারার অন্যতম কারণ!এ প্রসঙ্গে অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন ‘এরকম কোন কারণেই আমাদের বিচ্ছেদ হয়নি’।