• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কৃষ্ণকলির ভক্তদের জন্য সুখবর! ফের নতুন চরিত্র নিয়ে পর্দায় ফিরছে শ্যামার মেয়ে কৃষ্ণা

বাঙালি সিরিয়াল প্রেমী দর্শকদের কাছে অত্যন্ত পছন্দের একটি সিরিয়াল ছিল জি বাংলার ‘কৃষ্ণকলি’(Krishnakali)। টানা ৩ বছর ধরে নানান ঘটনাপ্রবাহের মধ্যে দিয়ে চলার পর দিন কয়েক আগেই শেষ হয়েছে এই জনপ্রিয় ধারাবাহিক। সিরিয়ালে শ্যামার মেয়ে কৃষ্ণার চরিত্রে অভিনয় করেছিলেন টেলিভিশন জগতের পরিচিত মুখ সৌমি চ্যাটার্জী (Soumi Chatterjee)।

মিষ্টি এই টেলিভিশন অভিনেত্রীর বয়স বেশি না হলেও ইতিমধ্যেই তিনি অভিনয় করে ফেলেছেন ‘দীপাবলির সাতকাহন’, এবং ‘কপালকুন্ডলা’র মতো ধারাবাহিকে। সিরিয়ালে অভিনয়ের সূত্রেই সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় কৃষ্ণকলির কৃষ্ণা ওরফে সৌমি চ্যাটার্জি। মিষ্টি এই মেয়ের অভিনয়ই তার একমাত্র পরিচয়, তাই কাজের অভাব তার কখনোই হয়না। ‘কৃষ্ণকলি’ ধারাবাহিক শেষ হওয়ার পর তার অনুরাগীরা বেজায় ভেঙে পড়েছিল। কিন্তু খুব শিগগিরই অনুরাগীদের জন্য সুখবর এনে হাজির করলেন অভিনেত্রী।

   

Krishnakoli Actress Soumee Chatterjee

সম্প্রতি জি বাংলার প্রথম সারির সিরিয়াল গুলিকে সমান তালে টেক্কা দিয়ে চলেছে স্টার জলসার গাঁটছড়া, খুকুমণি হোম ডেলিভারি, মন ফাগুন এবং ধূলোকণার মতো সিরিয়াল। যার জেরে প্রথম স্থান খুইয়ে কার্যত ধরাশায়ী হয়ে পড়ে জি বাংলার অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল মিঠাই। তবে ঘুরে কোমর কষে নেমে পড়েছে জি বাংলাও। উমা, পিলু, লক্ষী কাকিমার পর তিন আগেই শুরু হয়েছে একেবারে নতুন সিরিয়াল গৌরী এল।

সৌমি চ্যাটার্জি,কৃষ্ণকলি,শ্যামা,উড়ান তুবড়ি,soumi chatterjee,krishnakoli,shyama,krishna

এবার এক মা এবং তার তিন মেয়ের জীবন সংগ্রামের গল্প বলতে আসছে উড়ন তুবড়ি (Uron Tubri)। কিছুদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল স্টার জলসার তিন বোনের গল্প নিয়ে তৈরি গাঁটছড়া কে টেক্কা দিতে জি বাংলাতেও আসছে তিন বোনের গল্প নিয়ে তৈরি সিরিয়াল। এরইমধ্যে গতকালই চ্যানেলের তরফে প্রকাশ্যে এসেছে নতুন সিরিয়ালের প্রথম প্রোমো। যা প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে যায় নেট দুনিয়ায়। তাই বলা বাহুল্য নতুন প্রোমো ভিডিও (Promo Video) প্রকাশ্যে আসা মাত্রই তা ভাইরাল হতে বেশি সময় লাগেনি। এই ধারাবাহিকেই তিন বোনের এক বোন হিসেবে দেখা যাবে সকলের প্রিয় কৃষ্ণা ওরফে অভিনেত্রী সৌমি চচট্টোপাধ্যায়কে।