• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাবুলের জায়গায় অসম প্রেমের ধারাবাহিকে নায়ক হচ্ছেন এই অভিনেতা! জানালেন রাজ চক্রবর্তী

কিছু আগেই পেজ থ্রির পাতা উত্তাল হল এই খবরে যে গায়ক, নেতা তথা অভিনেতা বাবুল সুপ্রিয় ফিরছেন ছোট পর্দায় রাজ চক্রবর্তীর প্রযোজনায়। এর আগে বহুবার বড়পর্দায় অভিনয় করেছেন তিনি। ২০০৭ সালে তরুণ মজুমদার পরিচালিত ‘চাঁদের বাড়ি’-সিনেমায় ঋতুপর্ণা সেনগুপ্তর নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন বাবুল। এরপর সৃজিত মুখার্জির উমা, দ্বিতীয় পুরুষের মতো বেশ কিছু ছবিতেও ক্যামিও চরিত্রে দেখা মিলেছে তার। প্রতিটি ছবিতেই যে তাঁর অভিনয় দর্শকের মন কেড়েছে।

তাই ছোট পর্দায় নায়ক রূপে ফিরছেন বাবুল একথা শোনা মাত্রেই উচ্ছ্বাসে ফেটে পড়েছিল নেটিজেনরা। শোনা যাচ্ছিল, রাজ চক্রবর্তীর প্রযোজনায় নতুন ধারাবাহিকে অভিনেত্রী দেবচন্দ্রিমার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বাবুল। ধারাবাহিকে বয়স্ক নায়কের ভূমিকাতেই অভিনয় করবেন বছর একান্নর বাবুলকে। আর অসমবয়সী এই প্রেমের গল্পে বাবুলের বিপরীতে দেখা যাবে সাঁঝের বাতি খ্যাত অভিনেত্রী চারু ওরফে দেবচন্দ্রিমা সিংহকে। তবে এই খবর টাটকা থাকতে থাকতেই ধারাবাহিক থেকে সরে দাঁড়ান বাবুল। তিনি জানান রাজনৈতিক ব্যস্ততার কারণে তার পক্ষে ধারাবাহিকে সময় দেওয়া সম্ভব নয়।

   

বিশ্বজিৎ ঘোষ,বাবুল সুপ্রিয়,কে আপন কে পর,টলিউড,ধারাবাহিক,Biswajit Ghosh,babul shupriyo,ke apon ke por,tollywood,serial,koushik sen,কৌশিক সেন

এতদিনের পরিকল্পনা শেষমেশ কিনা নায়ক না পেয়ে ভেস্তে যাবে? রাজ তো নিজেই একসময় বলতে শুরু করেছিলেন কাউকে না পেলে ক্যামেরার সামনে তিনিই দাঁড়িয়ে যাবেন। তবে বাবুল সরে যাওয়ার পরেও এই চরিত্রে দেখা মিলবে তাবড় অভিনেতাকে।

বিশ্বজিৎ ঘোষ,বাবুল সুপ্রিয়,কে আপন কে পর,টলিউড,ধারাবাহিক,Biswajit Ghosh,babul shupriyo,ke apon ke por,tollywood,serial,koushik sen,কৌশিক সেন

আজ্ঞে হ্যাঁ এই চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেতা কৌশিক সেন (Koushik Sen)। এই ধারাবাহিকের মাধ্যমে বহু বছর পর ছোট পর্দায় ফিরবেন কৌশিক। বলাই বাহুল্য, টলিউডের বড় পর্দার দাপুটে অভিনেতা তিনি। তার হাতে কাজের অভাব নেই। এটা দর্শকদের সৌভাগ্য যে কৌশিক সেনের মতো অভিনেতাকে তারা ছোট পর্দায় দেখার সুযোগ পাচ্ছেন।

বিশ্বজিৎ ঘোষ,বাবুল সুপ্রিয়,কে আপন কে পর,টলিউড,ধারাবাহিক,Biswajit Ghosh,babul shupriyo,ke apon ke por,tollywood,serial,koushik sen,কৌশিক সেন

জানা যাচ্ছে, রাজের এই নতুন ধারাবাহিকের নাম ‘গোধূলি আলাপ’। বাবুলের সাথে সাথে নায়িকাও বদল হয়েছে। দেবচন্দ্রিমা সিংহ রায়ের বদলে এই নাটকে দেখা মিলবে নতুন মুখ সৌমির। কৌশিকের মায়ের ভূমিকায় দেখা যাবে সোহাগ সেন (Sohag Sen)-কে। ধারাবাহিকের গল্পে এক যুবতীর সঙ্গে তার চেয়ে বেশি বয়সের এক পুরুষের প্রেমের রসায়নই দেখানো হবে।