গত ৪ বছর ধরে ‘করুণাময়ী রাণী রাসমণী’ (Korunamoyee Rani Rashmoni) ধারাবাহিকে ‘রাণীমা’র চরিত্রে প্রাণ প্রতিষ্ঠা করে এসেছিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। তাকে ঘিরেই এতদিন পর্যন্ত এগোচ্ছিল ধারাবাহিকের গল্প। কিন্তু রবিবারেই এক ঘন্টার মহাপর্বা রাসমণীর অন্তিম যাত্রা দেখানো হয়েছে।
পর্বে দেখানো হয়েছে, বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন রানীমা সাথে শ্বাস নিতেও সমস্যা হচ্ছে। মথুরের চোখে রাণীমার এই দৃশ্য দেখা যাচ্ছে না তাই সে ডাক্তার ডাকতে যেতে চাইছে। কিন্তু রাণীমা তাকে ডাক্তার বৈদ্য ডাকতে মানা করছেন। কারণ মা ভবতারিণী রাণীমাকে নিজের কাছে আসার জন্য আহ্বান জানিয়েছেন। এরপরেই রাণী মা বুঝতে পেরেছেন যে তাঁর জীবনের অন্তিম সময় নিকট এসে গিয়েছে। এরপর সমস্ত আলো নিভিয়ে দিয়ে চোখ চিরকালের মতো শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাণীমা। আর সাথে সাথে শেষ হল ধারাবাহিকে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের সফরও।
স্বভাবতই মন খারাপ রাণীমার অনুরাগীদের। সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছে তাকে আর পর্দায় না দেখতে পাওয়ার দুঃখে। তবে রাণীমার মৃত্যু হলেও যে এখানেই শেষ হচ্ছেনা ধারাবাহিক, তা আগেই জানিয়ে ছিলেন নির্মাতারা। ‘করুণাময়ী রানি রাসমণি: উত্তর পর্ব’ এও থাকছে এক গুচ্ছ চমক।
এই পর্বে দেখানো হবে গদাধরের শ্রী রামকৃষ্ণ হয়ে ওঠার গল্প, সাথে তার সঙ্গে আগমন হবে মা সারদার। সারদা মায়ের চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী সন্দীপ্তা রায়। আজ থেকেই শুরু হবে নতুন অধ্যায়। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ‘করুণাময়ী রানি রাসমণি: উত্তর পর্ব’ এর বিভিন্ন ঝলক-ও।
View this post on Instagram
রাণীমার প্রতিষ্ঠিত দক্ষিণেরশ্বরের মন্দির বুক দিয়ে আগলিয়ে রেখেছিলেন শ্রীরাম কৃষ্ণ। রামকৃষ্ণ-সারদামণির ‘বহু প্রতীক্ষিত মিলন’-এর দিকে চোখ চেয়েই এখন দর্শক।গদাধরের ভূমিকায় দর্শকদের মন আগেই জয় করেছেন সৌরভ সাহা। এবার তাঁর কাঁধে আরও বেশি গুরু দায়িত্ব। সিরিয়ালের নতুন পর্বের প্রমো শেয়া করে তিনি ইনস্টাগ্রামের দেওয়ালে তিনি লিখেছেন- ‘পিছিয়ে চলুন সেই যুগে যে যুগ ভারতবর্ষকে এগিয়ে নিয়ে গিয়েছিল..আপনাদের উত্সাহই আমাদের এই পথ চলার শক্তি….’। লাল পেড়ে সাদা শাড়িতে সাক্ষাত্ মা সারদা সন্দীপ্তা। এখন দেখার দিতিপ্রিয়ার আমলের জনপ্রিয়তা ঠিক কতটা ধরে রাখতে পারেন সন্দীপ্তা।