• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৫ বছরে মডেলিং সাতে হাতেখড়ি অভিনয়ে, মায়ের ইচ্ছায় কেরিয়ার শুরু ‘কড়ি খেলা’ অভিনেত্রী বিয়াসের

Published on:

Korikhela Actress Beas Dhar in Didi No 1 with mother,Beas Dhar,Didi No 1,Zee Bangla,Kori Khela,Serial Actress,Rachana Banerjee,বিয়াস ধর,দিদি নং ১,জি বাংলা,রচনা ব্যানার্জী

একেবারে ছোটো থেকেই অভিনয় জগতে হাতেখড়ি। ছোটো পর্দা হোক কিংবা বড় পর্দা শিশুশিল্পী হিসেবে আগমন ঘটলেও ধীরে ধীরে খ্যাতির শীর্ষে পৌঁছেছেন এমন অভিনেতা অভিনেত্রীর সংখ্যা বাংলা বিনোদন জগতে কম নেই। এভাবেই বর্তমানে বাংলার টেলিভিশন জগতেও সম্প্রতি আবির্ভাব ঘটেছে এক নতুন অভিনেত্রী। তিনি হলেন জি বাংলার ‘কড়ি খেলা’ (Kari Khela) সিরিয়ালের অন্যতম পরিচিত মুখ সৃজা ওরফে বীয়াস ধর (Beas Dhar)।

সম্প্রতি বীয়াস অভিনীত সৃজা চরিত্রটি বেশ জনপ্রিয় হয়েছে। দর্শকদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে তাঁর অভিনয়ও। তবে এই প্রথম নয় কড়ি খেলার অনেক আগে থেকেই অভিনয় জগতে পা রেখেছিলেন বিয়াস। মাত্র ৫ বছর বয়স থেকেই মডেলিংয়ের পাশাপাশি ৭ বছর বয়স থেকেই অভিনয়ের অ আ ক খ শিখতে শুরু করেছিলেন তিনি। জি বাংলার রাগে অনুরাগে সিরিয়ালের হাত ধরেই প্রথম দর্শকদের সাথে পরিচয় ঘটে তাঁর।

Korikhela Actress Beas Dhar in Didi No 1 with mother,Beas Dhar,Didi No 1,Zee Bangla,Kori Khela,Serial Actress,Rachana Banerjee,বিয়াস ধর,দিদি নং ১,জি বাংলা,রচনা ব্যানার্জী

এরপরেই জি বাংলার অপর এক জনপ্রিয় সিরিয়াল সৌদামিনীর সংসারেও দেখা গিয়েছে বীয়াস কে। এই সিরিয়ালে তিনি ফুলি মুখার্জীর চরিত্রে অভিনয় করেছিলেন। এই চরিত্রটি থেকেই মূলত জনপ্রিয়তা পেতে শুরু করেন তিনি। এরপর আবার জি বাংলার করুণাময়ী রানি রাসমণি ধারাবাহিকে দেখা যায় বীয়াসকে। এই সিরিয়ালে রানিমার নাতনি অর্থাৎ মথুরামোহন এবং জগদম্বার মেয়ে নিস্তারিণীর চরিত্রে দেখা যায় তাঁকে।

সম্প্রতি মায়ের সাথে দিদি নাম্বার ওয়ানে গিয়েছিলেন বীয়াস। সেখানেই তাঁর অভিনয় জগতে আসার পিছনে থাকা নানান ছোটো ছোটো গল্পের কথা জানান তাঁর মা। সেইসাথে বীয়াসের একটা সিক্রেট ফাঁস করেছেন তাঁর মা। জানা যায় ঘরের ছোটো খাটো নানান কাজে দারুন পটু বীয়াস। আর তাই বাড়ির সকলের নানান ফাই ফরমাশ খেটে মাস মাইনেও পান অভিনেত্রী, তবে মাসে মাত্র ৫০ টাকা।

অভিনেত্রীর মায়ের মুখে একথা শোনার পর হাসিতে ফেটে পড়েন উপস্থিত সকলে। এছাড়া জানা যায় বীয়াসের অভিনয় জগতে আসার ক্ষেত্রে তাঁর চেয়ে তাঁর মায়ের আগ্রহ কয়েক গুণ বেশি। ছোটো থেকে অভিনয়ের প্রতি ন্যাক থাকলেও আদতে তিনি নাকি অলস, তবে অভিনেত্রীর মায়ের এসব দিকে ভীষণ ঝোঁক ছিল। তাই মায়ের ইচ্ছাতেই মূলত অভিনয় জগতে এসেছেন বীয়াস।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥