• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘কড়িখেলা’তে বেঁচে উঠল মরা মানুষ! ফিরে এল পারমিতার প্রথম স্বামী, ভাইরাল নতুন প্রোমো

বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই একের পর এক সিরিয়ালের ডালি নিয়ে হাজির হয় বিনোদনমূলক চ্যানেল গুলি। তাই কর্মব্যস্ত জীবন থেকে অবসর মিলতেই পছন্দের সিরিয়াল দেখতে ভালোবাসেন কমবেশি সকলেই।উল্লেখ্য আজকালকার দিনে বেশীরভাগ সিরিয়ালের মাধ্যমেই সমাজের প্রতি থাকে বিশেষ বার্তা। তাই টিভির পর্দায় প্রিয় চরিত্রদের দেখা মাত্রই নিমেষে মন ভালো হয়ে যায় দর্শকদের।

তাই দর্শকদের চাহিদা পূরণের কথা মাথায় রেখে মাঝে মধ্যেই নিত্যনতুন টুইস্ট আনা হয় সিরিয়ালে। আর সেই টুইস্ট আনতে গিয়েই অনেকসময় এমন অনেক বিষয় দেখানো হয় যা দেখে চোখ কপালে ওঠে দর্শকদের। সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছে দর্শকমহলে বিপুল জনপ্রিয় জি বাংলার সিরিয়াল কড়ি খেলা (Kori Khela)।

   

কড়ি খেলা,Kori Khela,পারমিতা,Paromita,অপূর্ব,Apurba,হিমাংশু,Himangshu
শুরু থেকেই এই ধারাবাহিকটি অন্যান্য ধারাবাহিকের তুলনায় একটু আলাদা। তাই একেবারে ভিন্ন স্বাদের গল্প বলার জন্য শুরু থেকেই দর্শকদের অত্যন্ত পছন্দের সিরিয়াল হয়ে ওঠে কড়ি খেলা। টিআরপি তালিকাতেও মাঝে মধ্যেই ভালো ফল করে তাক লাগিয়ে দেয় এই সিরিয়াল। তবে সম্প্রতি এই ধারাবাহিকের একটি পর্ব সোশ্যাল মিডিয়ায় উঠেছে আলোচনার ঝড়।

কড়ি খেলা,Kori Khela,পারমিতা,Paromita,অপূর্ব,Apurba,হিমাংশু,Himangshu

উল্লেখ্য এই ধারাবাহিকের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন সিরিয়ালের নায়িকা পারমিতার আগে একবার বিয়ে হয়েছিল। তার প্রথম স্বামীর নাম হিমাংশু। কাকতালীয়ভাবে কয়েক বছর আগেই তার অ্যক্সিডেন্ট হয়েছিল পারমিতার বর্তমান স্বামী অপূর্বর গাড়িতে। এতদিন পারমিতার মতো দর্শকরাও জানতেন মৃত্যু হয়েছে হিমাংশুর।

কড়ি খেলা,Kori Khela,পারমিতা,Paromita,অপূর্ব,Apurba,হিমাংশু,Himangshu

কিন্তু সম্প্রতি সিরিয়ালে এসেছে নতুন টুইস্ট। অ্যাক্সিডেন্টের পর প্লাস্টিক সার্জারি করে নতুন রূপে ফিরে এসেছে হিমাংশু। আর প্রথম স্বামী ফিরে আসতেই পারমিতার জীবনে এখন উভয় সংকট। এই পর্বের ভিডিও দেখার পর অতীত আর বর্তমানের মধ্যে কাকে বাছবে পারমিতা,এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে। এছাড়া সিরিয়ালের মধ্যে হঠাৎ করে মরা মানুষ বেঁচে ওঠায় হাসি ঠাট্টাও করছেন দর্শকরা।

site