• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেয়েরাই কেন বাড়ির কাজ করবে! কড়িখেলা ধারাবাহিকের ‘ফালতু’ প্লট নিয়ে নিন্দায় সরব মহিলারা

সন্ধ্যাবেলায় শাঁখে ফুঁ পড়তে না পড়তেই একের পর এক সিরিয়ালের ডালি নিয়ে হাজির হয় বিনোদনমূলক চ্যানেল গুলি। বেশিরভাগ সিরিয়ালের মাধ্যমেই সমাজের প্রতি থাকে বিশেষ বার্তা। তাই সারাদিনের ক্লান্তি দুর করতে পছন্দের সিরিয়াল দেখতে টিভির সামনে বসে পড়েন দর্শকরা। দর্শকমহলে বিপুল জনপ্রিয় এমনই সিরিয়াল হল কড়ি খেলা (Kori Khela)।

শুরু থেকেই এই ধারাবাহিকটি অন্যান্য ধারাবাহিকের তুলনায় একটু আলাদা। তাই একেবারে ভিন্ন স্বাদের গল্প বলার জন্য শুরু থেকেই দর্শকদের অত্যন্ত পছন্দের সিরিয়াল হয়ে উঠেছে কড়ি খেলা। টিআরপি তালিকাতেও মাঝে মধ্যেই ভালো ফল করে এই সিরিয়াল। তবে সম্প্রতি এই ধারাবাহিকের একটি পর্ব ঘিরে তুমুল বিক্ষোভ করেছেন দর্শকেরা সোশ্যাল মিডিয়াতে।

   

Kori Khela,কড়ি খেলা,Paromita,পারমিতা,Tonni,তন্বী,Social Media,সোশ্যাল মিডিয়া,Trolling,ট্রোলিং

ইতিমধ্যেই এই ধারাবাহিকে দেখা গিয়েছে পারমিতার (Paromita) সহযোগিতায় সৌভিককে বিয়ে করে গাঙ্গুলী পরিবারের বৌ হয়ে এসেছে তন্বী (Tonni)। বিয়ের আগে থেকেই চাকরি করে সে। তবে বাড়ির কোন কাজকর্ম সে জানেনা। একজন কর্মরত মহিলা সে। তাই অফিসের চাপে রুটি বেলা থেকে শুরু করে বাড়ির কাজ কোনোটাই ঠিক করে পারে না তন্বী।

Kori Khela,কড়ি খেলা,Paromita,পারমিতা,Tonni,তন্বী,Social Media,সোশ্যাল মিডিয়া,Trolling,ট্রোলিং

তার জন্য শ্বশুর বাড়ি এসে রীতিমতো কথা শুনতে হয় তাকে। এমনকি রুটি করতে না পারার জন্যও পারমিতা সঙ্গে তুলনা করা হয় তন্বীর। সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে এই পর্বের একটি ভিডিও শেয়ার করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে বাড়ির নতুন বৌ তন্বীকে রুটি করতে দেখা যায়।

Kori Khela,কড়ি খেলা,Paromita,পারমিতা,Tonni,তন্বী,Social Media,সোশ্যাল মিডিয়া,Trolling,ট্রোলিং

 

আর এই কাজে তাকে সাহায্য করতে এগিয়ে আসে পারমিতা। ভিডিওটির কমেন্ট সেকশনে অধিকাংশ মহিলারাই এই পর্ব ঘিরে আপত্তি জানিয়েছেন। তারা প্রশ্ন তুলেছেন ‘ঘর কি মেয়েদের একার? সংসার সামলানোর দায়িত্ব কি শুধু মেয়েদের ওপরে? তাই অনেকেই এই সিরিয়ালকে ফালতু বলে দাবি করেছেন অনেকেই। এই কারণেই ঠাঁই হয়নি টিআরপি তালিকাতেও।

Kori Khela,কড়ি খেলা,Paromita,পারমিতা,Tonni,তন্বী,Social Media,সোশ্যাল মিডিয়া,Trolling,ট্রোলিং

site