বাংলা বিনোদন জগতের অন্যতম পরিচিত নাম শ্রীপর্ণা রায়। ৩ মাস আগেই জি বাংলার পর্দার শেষ হয়েছে শ্রীপর্ণা অভিনীত জনপ্রিয় সিরিয়াল ‘কড়িখেলা’। এই সিরিয়ালে তার চরিত্রের নাম হয়েছিল পারমিতা। সন্তানের মুখের দিকে তাকিয়ে মাঝ বয়সে এসে পুনর্বিবাহের গল্প নিয়ে তৈরি হয়েছিল এই সিরিয়ালের প্লট। সিরিয়ালের বয়স বেশিদিন না হলেও কম টিআরপির কারণে শেষ করে দেওয়া হয় এই সিরিয়াল।
তাই সেসময় মন খারাপ হয়ে গিয়েছিল শ্রীপর্ণা ভক্তদের। প্রসঙ্গত এটাই অভিনেত্রীর প্রথম সিরিয়াল নয় এর আগেও তিনি অভিনয় করেছেন একাধিক সিরিয়ালে। বিশেষ করে স্টার জলসার ‘আঁচল’ সিরিয়ালে শ্রীপর্ণা অভিনীত টুসু চরিত্রটি ছিল ব্যাপক জনপ্রিয়। এ ছাড়া পরবর্তীতে তাকে জি বাংলার ‘নেতাজী’ সিরিয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা গিয়েছিল।
তবে ‘কড়িখেলা’ শেষ হয়ে যাওয়ার পরেও বিগত বেশ কিছুদিন ক্যামেরা থেকে দূরে ছিলেন শ্রীপর্ণা। যদিও মাঝে একদিন রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত জনপ্রিয় গেম শো দিদি নাম্বার ওয়ানে দেখা গিয়েছিল শ্রীপর্ণাকে। তাছাড়া জি বাংলার রান্নাঘরেও সুদিপা চ্যাটার্জীর পরিবর্তে বেশ কিছুদিন সঞ্চালনের দায়িত্ব সামলে ছিলেন তিনি। কিন্তু এখন তিনি অভিনয় থেকে দূরেই রয়েছেন।
তবে এরই মধ্যে টেলি পাড়ার জোর গুঞ্জন জি বাংলায় নতুন সিরিয়াল ‘রঙ মিলান্তি’ নিয়ে টিভির পর্দায় ফিরতে চলেছেন শ্রীপর্ণা। জানা যাচ্ছে এই সিরিয়ালের প্রযোজনার দায়িত্ব রয়েছে সুরিন্দার ফিল্মসের ওপর। তাই এই খবরটি সত্যি কিনা তা যাচাই করার জন্য আনন্দবাজারে তরফে যোগাযোগ করা হয়েছিল সুরিন্দর ফিল্মসের কর্ণধার নিসপাল সিং রানের সাথে।
আর এপ্রসঙ্গে তিনি জানিয়েছেন এই ধরনের কোন পরিকল্পনা তার কিংবা তার সংস্থার নেই। এটি সম্পূর্ণ ভুয়ো খবর। আর শ্রীপর্ণা জানিয়েছেন সিরিয়াল শেষ হওয়ার পর আপাতত তিনি ছুটি কাটাতে ব্যস্ত। শুধু তাই নয় অভিনেত্রী জানিয়েছেন তিনি সিরিয়ালে আর নায়িকা হবেন না। কারণ অভিনেত্রীর কথায় নায়িকা হলে জনপ্রিয়তা পাওয়া গেলেও ছুটি পাওয়া যায় না। অভিনেত্রীর কথায় ‘ব্যক্তিজীবন, পারিবারিক জীবন বলে কিচ্ছু থাকে না’।