সিরিয়ালের সাথে দর্শকদের সম্পর্কটা একটু আলাদাই হয়, প্রতিদিন টিভির পর্দা প্রিয় অভিনেতা অভিনেত্রীদের দেখতে দেখতে আপন হয়ে ওঠেন তাঁরা। ঠিক যেমন জি বাংলার ‘কড়িখেলা’ (Kori Khela) সিরিয়ালের ক্ষেত্রে হয়েছিল। আর পাঁচটা কূট কাচালি সিরিয়ালের থেকে আলাদা ছিল এই সিরিয়াল, স্বামীহারা নারী পুরুষও যে নতুন করে সংসার তৈরী স্বপ্ন দেখতে পারে সেটাই তুলে ধরা হয়েছিল এই সিরিয়ালে। গল্পে নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন শ্রীপর্ণা রায় (Sriparna Roy)। নিজের অভিনয়ের জন্য ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছিলেন অভিনেত্রী।
তবে টিআরপির দৌড়ে অন্য সিরিয়ালের সাথে টেক্কা দিতে পারেনি সিরিয়ালটি। তাই চ্যানেল কর্তৃপক্ষ গত এপ্রিল মাসেই শেষ করেছেন কড়ি খেলা সিরিয়াল। হুট করে সিরিয়াল শেষ হয়ে যাওয়ায় মন খারাপ হয়েছিল দর্শকদেরও। তবে সম্প্রতি জানা যাচ্ছে শীঘ্রই আবারও পর্দায় ফিরতে চলেছেন শ্রীপর্ণা। সব ঠিক থাকলে হয়তো আগামী নভেম্বর মাস থেকেই আবারও টিভির পর্দায় দেখা যাবে অভিনেত্রীকে।
টলিপাড়ার গুঞ্জনের দিকে কান পাতলে জানা যায়, জি বাংলার ‘রংমিলান্তি’ নামক আসন্ন সিরিয়ালে কামব্যাক করতে পারেন তিনি। যদিও এই গুঞ্জনকে ভুল বলে উড়িয়ে দেওয়া হয়েছে প্রযোজনা সংস্থার তরফ থেকে। এমনকি অভিনেত্রী নিজেও মুখ খুলেছেন নিজের আগামী সিরিয়াল নিয়ে। শ্রীপর্ণা জানান, পরবর্তী সিরিয়ালে হয়তো দর্শকরা তাকে নায়িকা বা মুখ্য চরিত্রে নাও দেখতে পারেন। কারণ নায়িক হওয়া মানে ব্যক্তিগত জীবন প্রায় শেষ হয়ে যায়।
কড়িখেলা সিরিয়ালের আগে অবশ্য জি বাংলার নেতাজি সিরিয়ালে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সেখানেও গুরুত্বপূর্ণ চরিত্রেই অভিনয় করেছিলেন তিনি। তবে আপাতত সিরিয়াল শেষ হওয়ার পর ক্যামেরার থেকে বিরতি উপভোগ করছেন তিনি। নিজের পড়াশোনার দিকেও বেশ কিছুটা মন দিয়েছেন অভিনেত্রী। মনস্তত্ব নিয়ে পড়াশোনা করছেন সাথে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন।
সিরিয়ালে কামব্যাকের আগে সেপ্টেম্বর মাসেই ঘুরতে যাওয়ার প্লানিংও সেরে ফেলেছেন শ্রীপর্ণা। কারণ তারপরেই কাজ শুরু হবে। আর কাজ শুরু হলেই আর ফুরসত পাওয়া সম্ভব হবে না। অভিনেত্রীর মতে নায়িকা হলে কাজের চাপ অনেকটাই বেড়ে যায়। তাই সেই সময় চাইলেও ঘুরতে যাওয়ার জন্য সময় বের করাটা বেশ মুশকিল হয়ে পড়ে।
এছাড়াও কাজের অভিজ্ঞতা নিয়েও মুখ খুলেছেন শ্রীপর্ণা। অভিনেত্রী জানান, একসময় তাকে নায়কের ঘরে বসে শুটিংয়ের জন্য সংলাপ মুখস্ত করার জন্য বলা হয়েছিল। কিন্তু তাতে রাজি না হওয়ায় রীতিমত অশান্তি বেঁধে যায়। সেই সময় কাজ ছেড়ে দিতেও চেয়েছিলেন তিনি। তাই এবারে চেনা নায়কের সাথেই কাজ করতে চান তিনি।