অভিনয় জীবনের অল্প দিনের মধ্যেই দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন টেলি অভিনেত্রী ইধিকা পাল (Idhika Paul)। বর্তমানে তিনি জি বংলার জনপ্রিয় সিরিয়াল ‘পিলু’ (Pilu)-তে রঞ্জার চরিত্রে অভিনয় করছেন। শুরুর দিকে তার এই চরিত্রে অনেকগুলি নেগেটিভ শেড গেলেও বেশ কিছুদিন হল মল্লারের প্রতারণার শিকার হওয়ার পর থেকে ধীরে ধীরে পজিটিভ চরিত্রে বদল ঘটছে রঞ্জার।
আসলে নতুন প্রজন্মের অভিনেত্রী হয়েও ইধিকার দুর্দান্ত অভিনয় তাকে অল্প দিনেই ব্যাপক সাফল্য এনে দিয়েছে। যার ফলে ইতিপূর্বে বিনোদন জগতের একাধিক অভিজ্ঞ অভিনেতা-অভিনেত্রীদের মুখেও শোনা গিয়েছে ইধিকার অপূর্ব অভিনয়ের প্রশংসা। এই কারণেই সম্ভবত সিরিয়ালের প্রধান নায়িকা পিলু অভিনেত্রী মেঘনা মাইতি হলেও দিনে দিনে জনপ্রিয়তা বাড়ছে রঞ্জা অভিনেত্রী ইধিকার।
যেভাবে তিনি নিজের সাবলীল অভিনয় দক্ষতা পর্দায় ফুটিয়ে তুলেছেন তাতে অনুরাগীরা বলছেন সেই দিন আর বেশি বাকি নেই যখন রঞ্ঝাই এই সিরিয়ালের মুখ্য চরিত্র হয়ে উঠবেন। ইতিপূর্বে ইধিকাকে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল রিমলিতে মুখ্য চরিত্র রিমলির ভুনিকায়দেখা গিয়েছিল। তাই ইধিকা সম্পর্কে একটি প্রচলিত বউ ধারণা হল ‘রিমলি’-ই তার প্রথম সিরিয়াল।
কিন্তু না তা নয় নয়। রিমলিতে অভিনয় করার আগে যার দুটি সিরিয়ালে অভিনয় করেছিলেন অভিনেত্রী। তার মধ্যে অন্যতম একটি হল সান বাংলার ‘বেদের মেয়ে জোৎস্না’ সিরিয়ালের লক্ষী চরিত্র এবং অপরটি হল ষ্টার জলসার ‘কপালকুণ্ডলা’ ধারাবাহিকের পদ্মাবতী চরিত্র।
সেই সময় ইধিকার তেমন পরিচিতি ছিল না ঠিকই, কিন্তু কপালকুন্ডলার পদ্মাবতী চরিত্র থেকেই দর্শকমহলে জনপ্রিয়তা পেতে শুরু করেছিলেন অভিনেত্রী।বরাবরই নিজের অভিনয়ের প্রতি ১০০ শতাংশ নিংড়ে দেন ইধিকা। তাই পার্শ্বচরিত্র হোক মুখ্য অথবা খলনায়িকা সব চরিত্রেই এক কথায় অনবদ্য পর্দার রঞ্জা।