বিনোদনের (Entertainment) সাথে রাজনীতির সম্পর্ক কিন্তু আজকের নয়। আর এবার বড়পর্দায় মিলে মিশে যেতে চলেছে বাংলার রাজনীতি। এবার সিনেমা তৈরী হচ্ছে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে (Mamata Banerjee) নিয়ে। তাঁর চরিত্রে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘আয় তবে সহচরী’ (Aye Tobe Sohochori) খ্যাত কণীনিকা বন্দোপাধ্যায় (Koneenica Banerjee)। ইতিমধ্যেই শুরু হয়েছে এই সিনেমার শুটিং।
পরনে সাদা শাড়ি পায়ে হাওয়াই চটি মুখ্যমন্ত্রীর সাজে কণীনিকার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিন মুখ্যমন্ত্রীর সাজ পোশাকে জনপ্রিয় এই অভিনেত্রীকে এক ঝলক দেখে সত্যিই চেনা মুশকিল। মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করতে পেরে কণীনিকা নিজেও দারুন উচ্ছসিত। সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রী নিজেই শেয়ার করে নিয়েছেন তাঁর আসন্ন সিনেমার লুক।
জানা যাচ্ছে সিনেমায় তাঁর নাম হয়েছে মায়া চট্টোপাধ্যায়। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে এই সিনেমার শুটিং। তবে মুখ্যমন্ত্রীকে নিয়ে সিনেমা মানে কিন্তু এমনটা ভাবার কারণ নেই যে এটা মুখ্যমন্ত্রীর জীবনী হতে চলেছে। জানা যাচ্ছে এই সিনেমার বিষয়বস্তু হয়ে উঠবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্প। সিনেমারএই প্রকল্পের নাম সুকন্যা।
আর সিনেমার বিষয়বস্তু যেহেতু এই প্রকল্প তাই সিনেমার নামও দেওয়া হয়েছে সুকন্যা। আজ থেকে দশ বছর আগে ২০১৩ সালে এই কন্যাশ্রী প্রকল্প চালু করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।আর এই প্রকল্প ইতিমধ্যেই সম্মানিত হয়েছে বিশ্বের দরবারে। তাই রাষ্ট্রপুঞ্জের মতো আন্তর্জাতিক মঞ্চে সম্মানিত হওয়া থেকে শুরু করে এই প্রকল্পকে ঘিরে আরও নানা কাহিনি উঠে আসবে এই সিনেমার গল্পে।
পরিচালক উজ্জ্বল মিত্র পরিচালিত এই সিনেমার গল্প দুর্গা নামের একটি গরীব, মেধাবী ছাত্রীকে ঘিরেই আবর্তিত। যার বাবা জমি আন্দোলনের জেরে দুষ্কতীদের হাতে বেঘোরে প্রা হারান। পরবর্তীতে ‘সুকন্যা’ প্রকল্পের দ্বারা উপকৃত হয়ে সেই মেয়েটিই হবেন আইপিএস অফিসার। সিনেমায় এই দুর্গা চরিত্রে অভিনয় করছেন শ্রেয়াসা ঘোষ।
Delighted & fortunate to get a scope to play the role of DGP of West Bengal in a Bengali Movie to be released in April'23, based on the Internationally recognised welfare scheme of @MamataOfficial & @AITCofficial Govt,
#Kanyasree, to promote Education amongst the girl students. pic.twitter.com/IYxZ2px5xI— DR SANTANU SEN (@SantanuSenMP) February 14, 2023
এছাড়া মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ আইপিএস, তথা রাজ্য পুলিশের ডিজি প্রলয় রুদ্রের ভূমিকায় অভিনয় করেছেন সাংসদ শান্তনু সেন। এপ্রসঙ্গে তিনি বলেছেন ‘চিকিৎসক ও সাংসদের পর এবার অভিনেতার ভূমিকায় নামছি। একটু টেনশনে আছি এ নিয়ে’।