• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টেলিভিশন বাদে অন্য কিছুতে টাকা নেই, কামব্যাক প্রসঙ্গে প্রশ্ন করতেই জানালেন কনীনিকা

Published on:

Koneenica Banerjee opens up about comeback in bengali serial

বাংলা বিনোদন জগতের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন কণীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee)।  এক সময় ছোট পর্দায় একের পর এক হিট বাংলা সিরিয়ালে (Bengali Serial) অভিনয় করেছিলেন তিনি। পাশাপাশি বাংলা সিনেমা জগতেও কিন্তু বেশ পরিচিত এই অভিনেত্রী। তবে ছোটপর্দার দর্শকদের কাছে কনীনিকা কিন্তু ‘সহচরী’ নামেই বেশি পরিচিত।

টেলিভিশনের পর্দায় শেষবার তাঁকে দেখা গিয়েছিল স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘আয় তবে সহচরী’তে। কিন্তু এই সিরিয়াল শেষ হওয়ার আগেই অসুস্থ হয়ে পড়ায় মাঝ পথে সিরিয়াল ছেড়ে বেরিয়ে এসেছিলেন কণীনিকা। তবে আর তারপরেই কণীনিকাকে বাদ দিয়েই শেষ হয়ে যায় এই সিরিয়ালের সম্প্রচার। বিষয়টা একেবারেই ভালো চোখে দেখেননি কণীনিকা এবং তাঁর অনুরাগীরা।

টলিউড,Tollywood,বাংলা সিরিয়াল,Bengali Serial,Konineca Banerjee,বাংলা সিনেমা,Bengali Cinema,উপার্জন,Income

এপ্রসঙ্গে সে সময় এক সংবাদমাধ্যমে অভিনেত্রী জানিয়েছিলেন তিনি আর কোনদিন বাংলা সিরিয়ালে অভিনয় করবেন না। যার কারণ হিসেবে অভিনেত্রী বলেছিলেন প্রথমদিকে বাংলা সিরিয়ালের গল্প যেমন গতিতে এগোয় পরবর্বতীতে বেশি টিআরপি লাভের আশায় সময়ের সাথে সাথে যোগ হয় গাঁজাখুরি বিষয়বস্তু।

যার ফলে গল্পের গরু ওঠে গাছে। বর্তমানে বড় পর্দার একের পর এক কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন কণীনিকা। এরই মধ্যে সম্প্রতি এক নামই সংবাদমাধ্যমে বিস্ফোরক মন্তব্য করে অভিনেত্রী জানিয়েছেন আজকাল  বেশি টাকা উপার্জন করার জন্যই সবাই ছোট পর্দায় কাজ করেন।

Ay Tobe Sohochori

তিনি টেলিভিশনের পর্দায় সত্যিই কি আর ফিরবেন না? একথা জানতে চাওয়া হলে কণীনিকা বলেছেন, টেলিভিশনের কাছে তিনি কৃতজ্ঞ। প্রচুর ভালোবাসা পেয়েছেন ছোটপর্দার দর্শকদের কাছ থেকে। কিন্তু তিনি নিজে এখন মেয়েকে সময় দিতে চান। তাই এখনই  টেলিভিশনে পর্দায় ফিরবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন অভিনেত্রী।

এরপরেই বিস্ফোরক মন্তব্য করে অভিনেত্রী বলেছেন ‘টেলিভিশন ছাড়া অন্য কিছু তে তো পয়সা নেই। রোজগার করার জন্য টেলিভিশনে কাজ করা উচিত। অভিনেতারা রোজগারের জন্যই টেলিভিশনে কাজ করেন।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥