• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা হবার পর কনে সেজে ছোটপর্দায় ফিরছেন কনীনিকা, বিয়ের সাজেই শেয়ার করলেন ভিডিও

Updated on:

Koneenica Banerjee,কণীনিকা বন্দ্যোপাধ্যায়,Ay To be Sohochori,আয় তবে সহচরী,Come back কামব্যাক,Bride,বিয়ের কনে

কণীনিকা ব্যানার্জী বাংলা বিনোদন জগতের অন্যতম দক্ষ অভিনেত্রী। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও অভিনয় করে দীর্ঘদিন ধরেই দর্শকদের মনজয় করে চলেছেন তিনি। খুব অদ্ভুতভাবেই তাঁর অভিনীত সিনেমা ‘মুখার্জী দার বৌ’-এর মতোই শ্বাশুড়ি বৌমার সম্পর্ক নিয়ে শুরু হয়েছে তাঁর মেগা সিরিয়াল ‘আয় তব সহচরী'(Ay To be Sohochori)। মা হওয়ার পর এই প্রথম আবার অভিনয়ে ফিরলেন তিনি। এর আগে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল অন্দরমহলে পরমেশ্বরীর চরিত্রে দেখা গিয়েছিল তাকে।

এই সিরিয়ালের হাত ধরেই দীর্ঘদিন পর টেলিভিশনের পর্দায় ফিরেছেন কণিনীকা বন্দোপাধ্যায় (Koneenica Banerjee)। একেবারে অন্যরকম গল্পের মোড়কে গতকাল থেকেই শুরু হয়েছে এই সিরিয়াল। যার জেরে ইতিমধ্যেই স্টার জলসার নতুন সিরিয়াল ‘শ্রীকৃষ্ণ ভক্ত মীরাবাঈ’ সিরিয়ালের স্লট পাল্টে গিয়েছে। এই সিরিয়ালে এক মাঝ বয়সী মহিলার স্বপ্ন পূরণের গল্প বলা হবে।

Koneenica Banerjee কনীনিকা ব্যানার্জী

সিরিয়ালের মুখ্য চরিত্র অর্থাৎ সহচরীর ভূমিকায় দেখা যাবে কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে। স্বপ্ন দেখার কোনো বয়স হয়না। সেই গল্পই বলবে এই সিরিয়াল। তাই ফের একবার কলেজে ভর্তি হয় সহকারী। সেখানেই তাঁরই কলেজের বান্ধবী বরফির ভূমিকায় দেখা যাবে অরুণিমা হালদারকে। সহচরীর ছেলে রৌদ্রর ভূমিকায় থাকছেন ইন্দ্রনীল চট্টোপাধ্যায় ও স্বামীর চরিত্রে ইন্দ্রজিৎ চক্রবর্তী।

Koneenica Banerjee,কণীনিকা বন্দ্যোপাধ্যায়,Ay To be Sohochori,আয় তবে সহচরী,Come back কামব্যাক,Bride,বিয়ের কনে

ইতিমধ্যেই চ্যানেলের তরফে সামনে এসেছে প্রোমো। সেখানে দেখা গেছে কলেজে পা রাখতেই সবাই তাকে নিয়ে ঠাট্টা করে। আর তখনই তার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় ‘বরফি’। সইকেলে করে ঘোরায় সে তাঁর সইকে। এছাড়া আরও একটি প্রমোতে দেখা গেছে সহচরীর ছেলে বিয়ে করতে যাচ্ছে । বিয়ের দিন তাকে বলে তার জন্য বন্ধু নিয়ে আসতে।তারপরেই দেখা যায় সহচরীর ছেলে ‘রৌদ্র’ বিয়ে করে এনেছে বরফিকেই!

যা দেখে বোঝাই যাচ্ছে চিরাচরিত শ্বাশুড়ি বৌমার কনসেপ্ট থেকে বেরিয়ে এক অন্যরকম শ্বাশুড়ি বৌমার সম্পর্কের রসায়ন দেখতে চলেছেন দর্শকরা। সিরিয়ালের নায়িকা কণীনিকা সোশ্যাল মিডিয়ায় নিয়মিত অ্যাক্টিভ থাকেন। গতকাল সিরিয়ালের সেট থেকে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে লাল টুকটুকে বেনারসী পরে বিয়ের কনের সাজে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। সেখানেই তাকে নতুন সিরিয়ালের শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য অনুগামীরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥