বাংলা বিনোদন জগতের এক দাপুটে অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee)। দীর্ঘদিনের অভিনয় জীবনে তিনি অভিনয় করেছেন একাধিক সিনেমা আর সিরিয়ালে। তাঁর সাবলীল অভিনয় দেখে বরাবরই মুগ্ধ হয়েছেন দর্শক। সদ্য তাঁকে দেখা গিয়েছে দেব-মিঠুন চক্রবর্তী অভিনীত ‘প্রজাপতি’ সিনেমায়। এই সিনেমায় মিঠুনের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
তবে সহচরী শেষ হওয়ার পর এখনও পর্যন্ত টেলিভিশনের পর্দায় দেখা যায়নি অভিনেত্রীকে। যদিও টিভির পর্দায় আরও একবার তাঁকে দেখার অপেক্ষায় রীতিমতো মুখিয়ে রয়েছেন দর্শক। প্রসঙ্গত একসময় জি বাংলায় দারুন জনপ্রিয়তা পেয়েছিল কনীনিকা অভিনীত জনপ্রিয় মেগা সিরিয়াল ‘অন্দরমহল’। এই ধারাবাহিকে পরমেশ্বরী চরিত্রে তাঁর অভিনয় মন ছুঁয়েছিল দর্শকদের।
এরইমধ্যে এসে গিয়েছে এক নতুন আপডেট। শোনা যাচ্ছে লীনা গাঙ্গুলীর লেখা এই জনপ্রিয় মেগা সিরিয়ালের দ্বিতীয় সিজন নিয়ে খুব তাড়াতাড়ি কামব্যাক করছেন কনীনিকা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই একটি পোস্ট। সেখানে পরমেশ্বরীর সাজেই দেখা গিয়েছে কনীনিকাকে। সেই ছবির ক্যাপশনে লেখা হয়েছে ‘বিগ ব্রেকিং নিউজ। এসে গেছে অন্দরমহল সিজন ২! দেখুন রোজ রাত ৮ টা তে শুধুমাত্র জী বাংলা তে।
সেই সাথে লেখা হয়েছে ‘স্ক্রিপ্ট এর টক্সিসিটি দেখেই বললাম’। আসলে এই সময় এখন জি বাংলায় সম্প্রচারিত হচ্ছে নতুন সিরিয়াল ‘নিম ফুলের মধু’। এই সিরিয়ালে শুরু থেকেই বাড়ির নতুন বৌ পর্ণার সাথে জঘন্য ব্যবহার করছে তার শশুড়বাড়ির লোকজন। একসময় ঠিক যেমনটা করা হত অন্দরমহল সিরিয়ালের নায়িকা পরমেশ্বরীর সাথে।
সিরিয়ালের সেই স্ক্রিপ্টের সাথেই দর্শকরা মিল পেয়েছেন বর্তমান সিরিয়াল নিম ফুলের মধুর। ২০২৩ সালে দাঁড়িয়েও লেখিকার স্ক্রিপ্ট লেখার এই ধরণ দেখে এমনিতেই খেপে লাল দর্শক। আর তাই নিম ফুলের মধু সিরিয়ালের স্ক্রিপ্ট এর টক্সিসিটি দেখেই এদিন এমন একটি পোস্ট করেছিলেন একজন দর্শক।