• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খুব তাড়াতাড়িই ফিরছে সহচরী! শিরদাঁড়ার অস্ত্রোপচার শেষে সুস্থ কনীনিকা ব্যানার্জী

রোজকার অবসর সময়ে টিভির পর্দায় পছন্দের টিভি সিরিয়াল দেখতে কে না ভালোবাসে। সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে দারুন জনপ্রিয় স্টার জলসার এমনই একটি সিরিয়াল হল ‘আয় তবে সহচরী’ (Aye Tobe Sohochori)। এই সিরিয়ালে নায়িকা সহচরি অভিনেত্রী কণীনিকা বন্দোপাধ্যায় (Konineeca Banerjee) হলেন এই সিরিয়ালের অন্যতম মূল আকর্ষণ।

শুরু থেকেই তার অভিনয় মন ছুঁয়েছে দর্শকদের। মা হওয়ার পর বেশ কিছুদিন বিরতি নিয়ে এই সিরিয়ালের হাত ধরেই ছোট পর্দায় কামব্যাক করেছিলেন কণীনিকা। এই সিরিয়ালে যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন মাঝবয়সী সহচরির সংসার সামলে পড়াশোনা করার গল্প নিয়ে তৈরি হয়েছে এই সিরিয়াল। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন অভিনেত্রী। সেখানে নিজের অসুস্থতার কথা জানিয়ে শিরদাঁড়ার অস্ত্রোপচারের (Spinal Surgery) জন্য চেন্নাই যাওয়ার কথা বলেছিলেন তিনি।

   

আয় তবে সহচরী,Aye Tobe Sohochori,কণীনিকা বন্দোপাধ্যায়,Konineeca Banerjee,শিরদাঁড়ার অস্ত্রোপচার,Spinal Surgery

তার জন্য ধারাবাহিক থেকেও মাঝপথেই বিরতি নিয়েছিলেন কনীনিকা। দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় ১৩ দিন। অস্ত্রোপচার শেষে এখন অনেকটাই সুস্থ অভিনেত্রী। এবার নিজের বাড়ি ফেরার পালা। সেইসাথে মনে করা হচ্ছে এই কদিনে যে পরিমান শারীরিক এবং মানসিক ধকল গিয়েছে তা কাটিয়ে খুব তাড়াতাড়িই শুটিং ফ্লোরে ফিরবেন বরফির আদরের সই মা।

আয় তবে সহচরী,Aye Tobe Sohochori,কণীনিকা বন্দোপাধ্যায়,Konineeca Banerjee,শিরদাঁড়ার অস্ত্রোপচার,Spinal Surgery

মঙ্গলবার সকালেই স্বামী কন্যা সহ নিজের পরিবারের সাথে হাসিমুখে একগুচ্ছ ছবি শেয়ার করেছিলেন কনীনিকা। ক্যাপশনে দীর্ঘ বার্তা দিয়ে সকলকে শুভ সকাল জানিয়ে অভিনেত্রী লিখেছেন প্রায় ১৩ দিনের হাসপাতালে শিক্ষনীয় সফর শেষে তিনি ফিরে এসেছেন তার পরিবারের কাছে। তার জন্য তিনি নিজের সমস্ত ডাক্তার এবং নার্সদের ধন্যবাদ জানানোর পাশাপাশি লিখেছেন ‘আমার পরিবার আমার শক্তি। কিয়া, আমার স্বামী, বাবা-মা, কাকা, আমার বোন আমার শক্তিস্তম্ভ।

আয় তবে সহচরী,Aye Tobe Sohochori,কণীনিকা বন্দোপাধ্যায়,Konineeca Banerjee,শিরদাঁড়ার অস্ত্রোপচার,Spinal Surgery

শুধু তাই নয় সেইসাথে অভিনেত্রী নিজের অসংখ্য অনুরাগী তথা দর্শক বন্ধুদেরকেও ধন্যবাদ জানাতে ভোলেননি। তাদের সকলের উদ্দেশ্যে অভিনেত্রী লিখেছেন ‘আর যাদের ধন্যবাদ না জানিয়ে পারবো না তারা হলে তোমরা। আমার দর্শক,আমার বন্ধুরা, আমার অনুরাগীরা, আমার শুভাকাঙ্ক্ষী, আমার আত্মীয়।  তোমাদের প্রার্থনায় আমি সুস্থ। তবে সেইসাথে অভিনেত্রী জানিয়েছেন সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে।