• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রকাশ্যে এল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এর আরও এক নতুন মুখ! রইল তার নাম পরিচয়

প্রত্যেকদিন সন্ধ্যা নামার সাথেই টিভির পর্দায় বসে যায় একের পর এক বাংলা সিরিয়ালের আসর। প্রতিদিন টিভির পর্দায় পছন্দের সিরিয়াল না দেখা পর্যন্ত গোটা দিনটাই অসম্পূর্ণ থেকে যায় সিরিয়ালের পোকা দর্শকদের। তাই এখনকার দিনে সিরিয়াল দেখা দর্শকদের রোজকারের অভ্যাসে পরিণত হয়েছে। সবমিলিয়ে দিনে দিনে দর্শকমহলে বেড়েই চলেছে বাংলা সিরিয়ালের চাহিদা।

দর্শকদের চাহিদাকে গুরুত্ব দিয়ে প্রতি মাসেই আসছে নতুন সিরিয়াল। যার ফলে টেলিভিশনের পর্দায় নতুন সিরিয়াল আসাটা একপ্রকার জলভাতে পরিণত হয়েছে। আর নতুন সিরিয়াল আসা মানেই কোপ পড়ে পুরোনো সিরিয়ালের ওপর। তাই নিয়ম মেনে নতুনকে জায়গা দিতেই জায়গা ছাড়তে হয় চলতি  সিরিয়ালকে। তা সে নতুন হোক কিংবা পুরোনো টি আর পি-র খেলায় পিছিয়ে পড়লেই আজকাল যে কোনো সিরিয়াল চলে যাচ্ছে বাতিলের খাতায়।

   

Kamala O Sriman Prithviraj Serial Cast revealed Ayanya Chatterjee and Sukrit Saha

এরই মধ্যে গত বছরের শেষেই  সব্বাইকে একেবারে চমকে দিয়ে প্রকাশ্যে এসেছিল স্টার জলসার (Star Jalsha) নতুন সিরিয়াল (New Serial) ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ (Kamala O Sriman Prithwiraj)-এর অ্যানিমেটেড টিজার (Teaser)। যা প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল নেটপাড়ায়।

Sukrit Saha

সেই ভিডিও দেখেই জানা যায় বিংশ শতাব্দীতে, সারা বাংলা যখন উত্তাল স্বদেশী আন্দোলনে, তখনই তৈরী হয়  কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের দস্যিপনা আর ভালোবাসার গল্প। মূলত ঐতিহাসিক গাথার সাথে জড়িয়ে থাকা ভালোবাসার গল্প নিয়েই শুরু হতে চলেছে এই সিরিয়াল। এমনিতে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করবেন পর্দার ঋষি-পিহু অভিনেত্রী শন ব্যানার্জী এবং সৃজলা গুহ।

এসবের মধ্যেই জানা গিয়েছে এই ধারাবাহিকে শ্রীমান পৃথ্বীরাজের ছোটবেলার চরিত্রে অভিনয় করবেন সুকৃত বসু। অন্যদিকে কমলার ছোটবেলার চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় শিশুশিল্পী অয়ন্যা চ্যাটার্জী (Ayanna Chatterjee)। ইতিপূর্বে জি বাংলার ‘ করুণাময়ী রাণী রাসমণি’ এব্বং ‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি-র মতো সিরিয়ালে অভিনয় করেছেন অয়ন্যা।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Komola O Sriman Prithviraj,কমলা ও শ্ৰীমান পৃথ্বীরাজ,New Face,নতুন মুখ,Child Artist,শিশুশিল্পী,Tanishka Tiwari,তানিশকা তিওয়ারি

এরইমধ্যে প্রকাশ্যে এসেছে এই সিরিয়ালের আরও এক শিশুশিল্পীর পরিচয়। জানা যাচ্ছে ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন ফেলনা খ্যাত জনপ্রিয় শিশুশিল্পী তানিশকা তিওয়ারি (Tanishka Tiwari)।

site