প্রথমদিকে জানা গিয়েছিল, এই ধারাবাহিকে নাম ভূমিকায় থাকতে চলেছেন ‘মন ফাগুন’ খ্যাত ঋষি-পিহু জুটি অর্থাৎ শন বন্দ্যোপাধ্যায় এবং সৃজলা গুহ। এরপর আবার শোনা যায় নায়ক হিসেবে দেখা যাবে ‘রাখি বন্ধন’এর বন্ধন ওরফে সোহম বসু রায় চৌধুরীরকে। তবে এরপরেই আসে আসল সত্যি।
সেই জল্পনাকে সত্যি করেই এদিন প্রকাশ্যে আসা নতুন প্রোমোতে নায়িকা কমলার চরিত্রে দেখা গেল ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ খ্যাত সৃজিতা অভিনেত্রী অয়ন্যা চট্টোপাধ্যায়কে (Ayanna Chatterjee)। ইতিপূর্বেই ওই একই চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রাণী রাসমণি’তে সারদা মায়ের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
ধারাবাহিকে অয়ন্যার বিপরীতে নায়ক শ্রীমান পৃথ্বীরাজের চরিত্রে দেখা গেল জনপ্রিয় শিশুশিল্পী সুকৃত সাহাকে। টেলিভিশনের পর্দায় তাঁর সফর এই সিরিয়াল দিয়েই শুরু হলেও, ওয়েব সিরিজের জগতে ইতিমধ্যেই বেশ নাম ডাক রয়েছে সুকৃতের।
প্রোমোতে দেখে মনে হচ্ছে এই সিরিয়ালটি সম্ভবত হাসির হবে। ইংরেজ শাসনের প্রেক্ষাপটে তৈরী এই ধারাবাহিকের প্রোমো দেখে বোঝাই যাচ্ছে নায়িকা কমলার বাবা সেসময় ইংরেজদের তোষামোদ করেই চলতো। তাই সে নিজে যেমন সাহেবদের মতো পোশাক পড়তো নিজের মেয়েকেও তেমন মেম দেড় মতোই সাজগোজ করিয়ে রাখতো।
এরপরেই ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কে জাম্বুবান বলে তার চোখে রাখে ধমকে চমকে এন্ট্রি হয় শ্রীমান পৃথ্বীরাজের।এরপর বাড়ির লোক ঠিক করে পৃথ্বীরাজের বিয়ে দেওয়া হবে। তারপরেই গুরুদেবের কথায় বিয়ের মণ্ডপে বড় বৌয়ের সাজে দেখা যায় কমলা ও শ্রীমান পৃথ্বীরাজকে।