• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্বদেশী আন্দোলনের মাঝে দস্যি ভালোবাসার কাহিনী, প্রকাশ্যে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’র প্রোমো

স্টার জলসার পর্দায় আসছে নতুন সিরিয়াল (New Serial) ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ (Komola O Sreeman Prithviraj)। স্বদেশী আন্দোলনের সময়ে দস্যিপনা আর ভালোবাসার গল্প নিয়ে আসছে এই নতুন সিরিয়াল। যা নিয়ে এতদিন দর্শকমহলে বেড়েই চলেছিল জল্পনা। দেখতে দেখতে কেটে গিয়েছে কয়েকমাস প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের প্রোমো। কিন্তু সেই প্রোমোতে এতদিন দেখা যায়নি নায়ক-নায়িকার মুখ। যার ফলে কে হবে এই নতুন সিরিয়ালের নায়ক নায়িকা  ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ তা নিয়ে এতদিন দর্শকমহলে চলছিল ব্যাপক চর্চা।

প্রথমদিকে জানা গিয়েছিল, এই ধারাবাহিকে নাম ভূমিকায় থাকতে চলেছেন ‘মন ফাগুন’ খ্যাত ঋষি-পিহু জুটি অর্থাৎ শন বন্দ্যোপাধ্যায় এবং সৃজলা গুহ। এরপর আবার শোনা যায় নায়ক হিসেবে দেখা যাবে ‘রাখি বন্ধন’এর বন্ধন ওরফে সোহম বসু রায় চৌধুরীরকে। তবে এরপরেই আসে আসল সত্যি।

কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ,Komola O Sreeman Prithviraj,নতুন সিরিয়াল,New Serial,প্রোমো রিলিজ,Promo Release,ভিডিও ভাইরাল,Video Viral,ষ্টার জলসা,Star Jalsha

   

সেই জল্পনাকে সত্যি করেই এদিন প্রকাশ্যে আসা নতুন প্রোমোতে নায়িকা কমলার চরিত্রে দেখা গেল  ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ খ্যাত সৃজিতা অভিনেত্রী অয়ন্যা চট্টোপাধ্যায়কে (Ayanna Chatterjee)। ইতিপূর্বেই ওই একই চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রাণী রাসমণি’তে সারদা মায়ের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ,Komola O Sreeman Prithviraj,নতুন সিরিয়াল,New Serial,প্রোমো রিলিজ,Promo Release,ভিডিও ভাইরাল,Video Viral,ষ্টার জলসা,Star Jalsha

ধারাবাহিকে অয়ন্যার বিপরীতে নায়ক শ্রীমান পৃথ্বীরাজের চরিত্রে দেখা গেল জনপ্রিয় শিশুশিল্পী সুকৃত সাহাকে। টেলিভিশনের পর্দায় তাঁর সফর এই সিরিয়াল দিয়েই শুরু হলেও, ওয়েব সিরিজের জগতে ইতিমধ্যেই বেশ নাম ডাক রয়েছে সুকৃতের।

প্রোমোতে দেখে মনে হচ্ছে এই সিরিয়ালটি সম্ভবত হাসির হবে। ইংরেজ শাসনের প্রেক্ষাপটে তৈরী এই ধারাবাহিকের প্রোমো দেখে বোঝাই যাচ্ছে  নায়িকা কমলার বাবা সেসময় ইংরেজদের তোষামোদ করেই চলতো। তাই সে নিজে যেমন সাহেবদের মতো পোশাক পড়তো নিজের মেয়েকেও তেমন মেম দেড় মতোই সাজগোজ করিয়ে রাখতো।

কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ,Komola O Sreeman Prithviraj,নতুন সিরিয়াল,New Serial,প্রোমো রিলিজ,Promo Release,ভিডিও ভাইরাল,Video Viral,ষ্টার জলসা,Star Jalsha
শুধু তাই নয় ব্রিটিশদের মনোরঞ্জন করে রায়বাহাদুর হওয়ার লোভে জমিদার রুদ্রপ্রতাপ ম্যাজিস্ট্রেট কে বাংলার লোক সংস্কৃতির অন্যতম ধারক বাহক যাত্রা দেখতে নিয়ে এসেছে। অন্যদিকে নায়ক পৃথ্বীরাজের বাবা তথা দুঁদে উকিল ফণিভূষণ ঘোর ইংরেজ বিরোধী। তিনি বলতে শুরু করেন যে তিনি প্রমাণ করে দেবেন বাংলার যাত্রা পালা বিলেতি থিয়েটারের থেকে কম নয়।

এরপরেই ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কে জাম্বুবান বলে তার চোখে রাখে ধমকে চমকে এন্ট্রি হয় শ্রীমান পৃথ্বীরাজের।এরপর বাড়ির লোক ঠিক করে পৃথ্বীরাজের বিয়ে দেওয়া হবে। তারপরেই গুরুদেবের কথায় বিয়ের মণ্ডপে বড় বৌয়ের সাজে দেখা যায় কমলা ও শ্রীমান পৃথ্বীরাজকে।

site