Kolkata South Bengal Weather Report : বিগত কিছুদিন যাবৎ বাংলায় (West Bengal) বৃষ্টির (Rain) পরিমাণ বেশ কিছুটা বেড়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Department) আগেই এই সংক্রান্ত আপডেট জানিয়েছিল। আজও জানা যাচ্ছে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে দফায় দফায় বৃষ্টি হতেই থাকবে।
শুক্রবার বিকেলের পর থেকেই একাধিক এলাকায় বৃষ্টি হয়েছে। হাওয়া অফিসের থেকে আগেই জানানো হয়েছিল যে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনাতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। সাথে বিদ্যুৎ চমকাতে পারে। রাতের দিকেও হয়েছেও তাই।
আগামী ২৪ ঘন্টাও দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রায় একইরকম, বরং বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলেই জানা যাচ্ছে। কলকাতা ও আশপাশের অঞ্চলে আকাশ মেঘলা থাকবে। সাথে সারাদিনই কমবেশি বৃষ্টি হবে। তবে আদ্রতা জনিত অস্বস্তি থেকে মুক্তি নেই। আজ কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ ৩২ ডিগ্রি ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি থাকবে।
আরও পড়ুনঃ কেমন থাকবে আজকের আবহাওয়া? কোথায় নামবে বৃষ্টি? রইল আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গ ছাড়াও উত্তরবঙ্গ নিয়েও সতর্কতা দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টি সাথে বজ্রবিদ্যুৎপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছিল। এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদাতেও পরিস্থিতি প্রায় একইরকম। জানা যাচ্ছে আগামী রবিবার পর্যন্ত এই অঞ্চলগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুনঃ একেই বলে ‘টুকলি শিল্প’! জলের বোতল থেকে টুকছে ছাত্র, ভিডিও দেখে হতবাক নেটপাড়া
প্রসঙ্গত, গত ১০ তারিখ থেকে পশ্চিম-মধ্য আরব সাগরের উপকূলীয় এলাকায় ৬০ কিলোমিটার বেগের ঝোড়ো হাওয়া বইতে পারে। যার জেরে আগামী ৪৮ ঘন্টা সমগ্র দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়াও জেনে রাখা ভালো এবছর বৃষ্টি দেরিতে এসেছে এল নিনোর কারণে। যেটা গোটা অগাস্ট মাস থরেই থাকছে, যার জেরে বৃষ্টি দেরিতে এসেছে। তবে বৃষ্টি হওয়ার ফলে তাপমাত্রা কিছুটা হলেও কমেছে।