• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আবারও নিম্নচাপ, প্রবল বৃষ্টিতে সারা সপ্তাহ ভাসবে বাংলার ৫ জেলা, সতর্ক করল আবহাওয়া দফতর

Kolkata West Bengal Weather Update 21st August Monday : দেরিতে শুরু হলেও বিগত একমাস ধরে দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন জেলায় ব্যাপক পরিমাণে বৃষ্টি (Rain) হয়েছে। উত্তরবঙ্গেও (North Bengal) ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি এখনও বৃষ্টিপাত হয়েই চলেছে। রোজই কমবেশি বৃষ্টি হচ্ছেই, এবার এরই মাঝে আবহাওয়ার (Weather) রুদ্ররূপী হওয়ার সম্ভাবনা নিয়ে বড়সড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office)। চলুন দেখে জেওয়া যাক কি বলছে আবহাওয়ার খবর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather Update)

   

যেমনটা জানা যাচ্ছে আজ থেকে আগামী কয়েকদিন কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। যার ফলে তাপমাত্রা আবারও ঊর্ধ্বমুখী হবে। তবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছেই। কিন্তু ঠিক এর উল্টোটা হবে উত্তরবঙ্গে। এই কারণে কমলা সতর্কতাও জারি করা হয়েছে আলিপুর আবহাওয়ার দফতরের পক্ষ থেকে গোটা উত্তরবঙ্গে।

Kolkata Rain Weather Update

আসলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়েছিল, যার প্রভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু এবারে তেমন প্রভাব পড়েনি, তাই বৃষ্টির সম্ভাবনাও নেই বললেই চলে। আজ অর্থাৎ সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি ও সর্বনিম্ন ২৭ ডিগ্রি থাকবে। এছাড়াও আকাশ আংশিক মেঘলা থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (North Bengal Weather Update)

উত্তরবঙ্গের ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার এ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সপ্তাহের প্রথম দিন থেকেই মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। যেটা আরও উত্তরের দিকে যেতে থাকবে। তাই বৃষ্টির সম্ভাবনা থাকছেই। এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদাতেও মাঝারি বৃষ্টির চান্স রয়েছে।

Kolkata Weather Update

মঙ্গলবার অর্থাৎ ২২শে অগাস্ট থেকে উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। অতিবৃষ্টির কথা মাথায় রেখে এই ৫ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। অতিবৃষ্টির এই আবহাওয়া আগামী ২৬শে অগাস্ট পর্যন্ত স্থায়ী হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির ফলে উত্তরবঙ্গের তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে বলেও জানা যাচ্ছে।