• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আবারও সক্রিয় ঘূর্ণাবর্ত, বৃষ্টিতে ভাসবে বাংলার এই জেলা! বেরোনোর আগে দেখুন আজকের আবহাওয়ার খবর

Kolkata & South Bengal Weather Update : প্রথমদিকে বর্ষা (Rain) দেরিতে এলেও আসার পর থেকে থামার নাম নেই। বিগত কয়েকদিন ধরে একনাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে। অতিবৃষ্টি (Heavy Rainfall) থেকে বজ্রবিদ্যুৎ (Thunderstorm) সহ বৃষ্টির জেরে বিদ্ধস্ত হয়ে পড়েছে পশ্চিমবঙ্গের একাধিক এলাকা। তবে এখনই থামছে না বৃষ্টি, চলবে আরও কিছুদিন। এরই মাঝে ঘূর্ণাবর্ত থেকে মৌসুমী অক্ষরেখা নিয়ে দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) নিয়ে বড়সড় আপডেট দিন আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Department)

হাওয়া অফিসের মতে, বর্তমানে চলতে থাকা বৃষ্টির পরিমাণ আসন্ন কয়েকদিনে আরও বাড়বে। IMD এর দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের ওপর দিয়ে ঘূর্ণাবর্ত বিস্তৃত রয়েছে। যার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত হবে। আজ অর্থাৎ সোমবার কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ ৩২ ডিগ্রি ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি থাকবে।

   

Kolkata Rain Alert Weather Update

বৃষ্টির জেরে আবহাওয়া ঠান্ডা হওয়ার কথা থাকলেও আদ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৪% থাকবে। যার জেরে আদ্রতাজনিত অস্বস্থি বজায় থাকবে। ৩২ ডিগ্রি তাপমাত্রায় ৪৪ ডিগ্রি বলে মনে হবে দুপুরের দিকে। দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, নদীয়া ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ।

আরও পড়ুনঃ এই জেলায় বৃষ্টির সতর্কতা জারি, আপনার এলাকার কেমন থাকবে আজকের আবহাওয়া?

এদিকে উত্তরবঙ্গের আবহাওয়াও কমবেশি একইরকম। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এবছর বর্ষার শুরু থেকেই অতিবৃষ্টির জেরে উত্তরবঙ্গের জনজীবন ব্যাহত হয়েছে। কিন্তু সেই বৃষ্টির পরিমাণ এখনও কমার নাম নেই।

যেমনটা জানা যাচ্ছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই ৫ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে অতিভারী বৃষ্টির জেরে।

site