বলিউড নামটা শুনলেই যাবে কথা সবার আগে মনে পড়ে তাদের মধ্যে অন্যতম অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)। বিগত পাঁচ দশকের বেশি সময় ধরে একেরপর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি দর্শকদের। আজ সেই অমিতাভ বচ্চনের ৮০ তম জন্মদিন (Big B 80th Birthday)। এই বয়সে যেখানে অনেকেই রিটায়ারমেন্ট নিয়ে নেন সেখানে সঞ্চালনা থেকে অভিনয় দুটোই দিব্যি চালিয়ে যাচ্ছন বিগ বি।
শুধু ভারতবর্ষেই নয় বিদেশেও বিখ্যাত বিগ বি। আর কলকাতার মানুষের কাছে তো তিনি দেবতাসম। না না গল্পকথা নয়, কলকাতাতেই রয়েছে অমিতাভ বচ্চন এর মন্দির (Amitabh Bacchan Temple, Kolkata), যেখানে রীতিমেনে পুজো করা হয় তাঁকে। মুম্বাই থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে কলকাতায় রোজ পূজিত হন বিগ বি। আর সেই দেবতার জন্মতিথিতে অনুষ্ঠান হবে না তাও আবার হয় নাকি!
কলকাতার তিলজলায় অবস্থিত এই মন্দির প্রতিদিন সকালে ১০টা থেকে ১১টা আর বিকেলে ৫টা থেকে ৭টা পর্যন্ত খোলা থাকে। আজ অমিতাভ বচ্চনের জন্মদিন, তাও আবার ৮০তম। প্রভুর জন্মদিনে বড়সড় আয়োজন করা হয়েছিল। ৮০ জন দুস্থ বাচ্চাদের খাওয়ানো হয়েছে। তবে এভাবে বরাবরই অভিনেতার জীবনের বিশেষ দিন গুলিকে উদযাপন করা হয়েছে আগেও।
এখানেই শেষ নয়, প্রতিবছরের মত এবছরেও জন্মদিন উপলক্ষে কেক আনা হয়েছিল। সেই কেক কেটে সেলিব্রেট করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন অল বেঙ্গল অমিতাভ বচ্চন ফ্যান অ্যাসোসিয়েশনের সদস্যরা। এরপর সন্ধ্যায় মাল্টিপ্লেক্সে অমিতাভ বাচ্চনেরই সিনেমা দেখানোর ব্যবস্থা করা হয়েছিল।
প্রসঙ্গত, ২০০১ সালেই প্রতিষ্ঠিত হয়েছিল এই মন্দির। মন্দিরে জুতো খুলেই প্রবেশ করতে হয়। ২০১৬ সালে কেয়া সরকার নামের এক মেয়ের মুখেভাত হয় এই মন্দিরে যেটা স্বয়ং অমিতাভ বচ্চন করেছিলেন। এরপর ২০১৭ সালে মন্দিরে অমিতাভ বচ্চনের মূর্তি বসানো হয়।