• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘কোই মিল গেয়া’র জাদুকে মনে আছে! ছোট্ট এলিয়েনের পিছনে ছিল কে, রইল জাদুর আসল পরিচয়

২০০৩ সালে মুক্তি পাওয়া বলিউডের অন্যতম ব্লকবাস্টার সিনেমা হল ‘কোয়ি মিল গেয়া’(Koi Mil Gaya)। যা অভিনেতা হিসাবে হৃত্বিক রোশনের (Hrithik Roshan) কেরিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট তো বটেই, সেইসাথে গোটা বলিউডের ইন্ডাস্ট্রিতেও এটি অন্যতম একটি মাইলস্টোন সিনেমা বলে পরিচিত। বিশেষ করে এই ছবিই সাইন্স ফিকশনের দিকে বড়োসড়ো পদক্ষেপ ছিল বলিউডের।

উল্লেখ্য এই সিনেমার নাম ভূমিকায় হৃত্বিক রোশন, প্রীতি জিন্টা, এবং রেখা অভিনয় করলেও দর্শকমহলে সিনেমাটির বিপুল জনপ্রিয়তা পাওয়ার অন্যতম কারণ ছিল ভিন্ন গ্রহের রোবট জাতীয় প্রাণীর চরিত্রে থাকা জাদু। তবে শুনতে অবাক লাগলেও একথা সত্যি যে আজও হয়তো অনেকের কাছেই অজানা জাদুর কস্টিউমের আড়ালে থাকা এই চরিত্রের অভিনেতার আসল পরিচয়।

   

কোয়ি মিল গ্যায়া,Koi Mil Gaya,জাদু,Jadu,হৃত্বিক রোশন,Hrithik Roshan,রাকেশ রোশন,Rakesh Roshan,ইন্দ্রবদন পুরোহিত,Idrabhadan Purohit

উল্লেখ্য এই ‘কই মিল গ্যায়া’ ছবিতে জাদুর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা ইন্দ্রবদন পুরোহিত (Indrabhadan Purohit)। এই ছবিতে জাদুর চরিত্রে তার অভিনয় দারুন প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। উল্লেখ্য এই চরিত্রটি নিঃসন্দেহে তার অভিনয় জীবনের একটি মাইলস্টোন। জানা যায় এই ছবিতে তিনি যে ভারি কস্টিউমটি পড়ে অভিনয় করেছিলেন তার ওজন ছিল প্রায় ১৫ কেজি।

জানা যায় এই কস্টিউমটি অস্ট্রেলিয়া থেকে অর্ডার দিয়ে বানিয়ে আনা হয়েছিল। যা বানাতে প্রায় এক বছর লেগে গিয়েছিল বলে জানা যায়। তবে এই গোটা সিনেমায় একবারের জন্যেও মুখ না দেখিয়ে অভিনয় করেছিলেন তিনি। জাদুর ওই চরিত্রে কাস্টিংয়ের জন্য ৪০ জনের অডিশন নেওয়ার পর ইন্দ্রবদন পুরোহিতকে নির্বাচন করা হয়েছিল বলে জানা যায়।

কোয়ি মিল গ্যায়া,Koi Mil Gaya,জাদু,Jadu,হৃত্বিক রোশন,Hrithik Roshan,রাকেশ রোশন,Rakesh Roshan,ইন্দ্রবদন পুরোহিত,Idrabhadan Purohit

উল্লেখ্য সিনেমায় নামার আগে অভিনেতা হিসাবে তারক মেহতা কা উলটা চশমা’তে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন এই অভিনেতা। তবে একথা হয়তো অনেকেই জানেন না ২০০১ সালের বিখ্যাত হলিউড ছবি ‘লর্ড অব দ্য রিঙ্গস’ ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করার পরই তিনি সুযোগ পেয়েছিলেন রাকেশ রোশনের প্রজেক্টে জাদুর চরিত্রে। তবে দক্ষ অভিনেতা হয়েও চিরকাল থেকে গিয়েছেন জনপ্রিয়তার আড়ালে। ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই অভিনেতার।